বাংলার খবর
হলদিয়া অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের, ঘটনাস্থল পরিদর্শনে সেচমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরেই হলদিয়া তৈল শোধনাগারে রক্ষনাবেক্ষনের কাজ চলছিল। আচমকা সেখানে আগুন লাগে এবং ঘটনাস্থলে তিন জনে শ্রমিকের আগুন লেগে মৃত্যু হয়। এবং ৪৪ জন গুরতর জখম হয়েছেন। তার মধ্যে কয়েক জনের অবস্থা সংকট জনক। গতকাল ১৭ জনকে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হয়েছিল।
বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কারও কারও শরীর ৪০ থেকে ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অক্সিজেন দেওয়া হলেও কয়েকজনের অক্সিজেন নিতে সমস্যা হচ্ছে। আপাতত তাঁদের ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে আহত এবং নিহতদের ক্ষতিপূরণের দাবিতে পথে নেমেছে তৃণমূলের শ্রমিক সংগঠন এআইটিইউসি। বুধবার সকালে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কারখানার ভিতরে ঢুকতে যায় সংগঠনের নেতারা। কিন্তু গেটের বাইরে তাদের আটকে দেয় সিআইএসএফ জওয়ানরা। ঠিক কী কারণে এবং কার গাফিলতির জন্য এত বড় অগ্নিকান্ডের ঘটনা ঘটল তার জন্য তদন্ত দাবি করেছেন তাঁরা।
এছাড়া আহত এবং নিহতদের ক্ষতিপূরণের দাবি করেছেন সংগঠনের নেতারা। তাদের দাবি নিহতদের প্রত্যেক পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি একজনকে স্থায়ী চাকরি দিতে হবে। এছাড়া আহতদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা এবং একজনকে স্থায়ী চাকরি দিতে হবে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে পেতে ইতিমধ্যেই ছয় সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ইতিমধ্যেই ফরেনসিক দল তাদের কাজ শুরু করেছে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এর মধ্যে ৫ লক্ষ টাকা দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং বাকি পাঁচ লক্ষ টাকা দেবে সংস্থা।