দেশের খবর
বিনা অস্ত্রোপচারে কিডনি থেকে ১৫৬ পাথর বের করে নজির গড়লেন ভারতীয় চিকিৎসকরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পঞ্চাশ বছর বয়সী পেশায় স্কুল শিক্ষক কর্ণাটকের একটি স্কুলে কর্মরত। আচমকা গত কয়েকদিন আগে পেটে ব্যথা অনুভব করেন। চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকরা ইসিজি করলে রিপোর্টে ওই ব্যক্তির কিডনিতে পাথর ধরা পড়। পাথর বের করতে গেলে অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু দেখা যায় ওই ব্যক্তির কিডনির অবস্থান তল পেটের কাছাকাছি।
যেখানে মুত্রনালি এবং মলনালি অবস্থিত। ফলে অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হয়ে যেত। ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতির কথা চিন্তা করে ল্যাপ্রোস্কপি এবং এন্ড্রস্কপি করারা সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। এরপর হায়দরাবাদের চিকিৎসকরা ওই ব্যক্তির কিডনি থেকে ১৫৬টি পাথর বের করতে সক্ষম হন! ওই হসপিটালের চিকিৎসক ভি চন্দ্রমোহন জানিয়েছেন, ওই ব্যক্তির কিডনিতে প্রায় দু’বছর ধরে পাথর জমা হচ্ছিল।
কোনও উপসর্গ না থাকায় ওই ব্যক্তি বুঝতে পারেননি। কিন্তু সম্প্রতি পেট ব্যথা শুরু হওয়ার ফলে ব্যাপারটা ধরা পড়ে। কিন্তু পাথর বের করতে গিয়ে ডাক্তারের চোখ কপালে ওঠার জোগাড়। দেশে এই প্রথম কিডনি থেকে এতো সংখ্যক পাথর উদ্ধার হল। কোনও অস্ত্রোপচার ছাড়া কিডনির পাথর বের করে রীতিমত নজির গড়লেন ওই হসপিটালের চিকিৎসকরা।