বিশ্বকাপে নয়া নজির গড়লেন ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী, জিতল ভারত
Connect with us

খেলা-ধূলা

বিশ্বকাপে নয়া নজির গড়লেন ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী, জিতল ভারত

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা দলের পেসার ঝুলন গোস্বামী। আইসিসি মহিলা বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ঝুলন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক উইকেট নিতেই ৫ বিশ্বকাপে ৩১ ম্যাচে ৪০ উইকেটের মালকিন হয়ে গেলেন বঙ্গ পেসার। ৩৯ বছর ১৬০ দিন বয়সে এসে এই রেকর্ড গড়ে ঝুলন আরও একবার বুঝিয়ে দিলেন, বয়সটা নেহাতই সংখ্যা মাত্র। ক্লাসটাই পার্মানেন্ট। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬ তম ওভারে ঝুলনের বলে আনিসা মহম্মদের ক্যাচ মিড অনে দাঁড়িয়ে থাকা পরিবর্ত ফিল্ডার তানিয়া ভাটিয়ার হাতে ধরা পড়তেই সর্বোচ্চ উইকেট শিকারি হলেন চাকদহ এক্সপ্রেস।

টপকে গেলেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে। ১৯৮২ ও ১৯৮৮ বিশ্বকাপ মিলিয়ে ফুলস্টনের উইকেট সংখ্যা ৩৯। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ক্যারল হজস (৩৭)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের ক্লেয়ার টেলর (৩৬) ও অস্ট্রেলিয়ার ক্যাথির্ন ফিৎজপ্যাট্রিক (৩৩)।

যদিও বর্তমান সময়ে খেলা কোনও ক্রিকেটারই ঝুলনের কাছাকাছি নেই। ঝুলনের পাশাপাশি এদিন মিতালি রাজ’ও স্পর্শ করলেন নতুন মাইলস্টোন। বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার নজির গড়লেন তিনি। ভারতীয় অধিনায়ক এই নিয়ে বিশ্বকাপে ২৪ ম্যাচে দেশের হয়ে অধিনায়কত্ব করলেন। শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারিয়ে দিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

Advertisement

কিন্তু তারপর ইনিংস যখন শেষ হয় তখন ভারতের দ্বিতীয় সর্বচ্চ রান হয়ে গিয়েছে। শতরান করেন স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রিত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ রানের মাথায় ভারতের প্রথম উইকেটের পতন হয়। ফিরে যান যষ্টিকা ভাটিয়া। এরপর মিতালি রাজ ৫ রান করে ফিরে যান। এরপর দিপ্তী ভরমা ১৫ রান করে আউট হলে ৭৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর ক্রিজে জুটি বাঁধেন স্মৃতি ও হরমনপ্রিত। তাঁদের জুটিতে ভর করে ভারত তোলে ৩১৭ রান। ওয়ানডে ক্রিকেটে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৫৮ রান করেছিল ভারত।

আরও পড়ুন: Viral Video: কাঁচা বাদাম গানে নেটপাড়া মাতাচ্ছেন পিভি সিন্ধু

স্মৃতি করেন ১২৯ বলে ১২৩ রান। তার ইনিংস সাজানো ছিল ১৩টি চার এবং দু’টি বিশাল ছক্কায়। ওয়ানডে ক্রিকেটে এটা তাঁর পঞ্চম শতরান। পাশাপাশি হরমনপ্রিত ১০৭ বলে ১০টি চার এবং দু’টি ছক্কার সাহায্যে ১০৯ রান করেন। এটি তাঁর চতুর্থ শতরান। স্মৃতি এবং হরমনপ্রিত ছাড়া আর কেউ সেভাবে রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৪০.৩ ওভারে ১৬২ রানেই শেষ হয়ে যায়।

Advertisement

আরও পড়ুন:  আইপিএল থেকে নাম প্রত্যাহার অ্যালেক্স হেলসের! পরিবর্ত ক্রিকেটার বেছে নিল কেকেআর

দুই ওপেনার দিন্দ্রা ডটিন ৪৬ বলে ৬২ ও হেলি ম্যাথুজ ৩৬ বলে ৪৩ রান করেন। ডটিন আউট হওয়ার পরই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভেঙে পড়ে। ভারতীয় বোলারদের মধ্যে স্নেহ রানা ৯.৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া মেঘনা সিং ২টি এবং ঝুলন, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার একটি করে উইকেট নেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.