দেশের খবর
Indian Army Recruitment 2022: মাধ্যমিক পাশেই সেনাবাহিনীতে চাকরির সুবর্ণ সুযোগ, আবেদনের নিয়ম জানুন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আপনি কী সরকারি চাকুরী প্রার্থী? চাকরি খুঁজছেন? করতে চান দেশের সেবা…তাহলে আপনার সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। ভারতীয় সেনাবাহিনীতে বেশকিছু গুরুত্বপূর্ন পদে চলছে নিয়োগ প্রক্রিয়া। তাহলে আর দেরী কেন? আজই করে ফেলুন আবেদন। আর পেয়ে যান আপনার স্বপ্নের চাকরি। মনে রাখবেন আবেদন গ্রহণের শেষ তারিখ 01.05.2022।
ভারতীয় সেনার সদর দফতর ১০১ এরিয়া শিলং সিভিলিয়ান এমটিএস (মাল্টি টাস্কিং স্টাফ) মেসেঞ্জার এবং স্টেনো গ্রেড ২ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচিত এমটিএস- প্রার্থীদের বেতন ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত। স্টেনোগ্রাফারদের বেতন হবে ২৫,৫০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা। এই দুই পদে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই দশম ও দ্বাদশ পাস হতে হবে। সুতরাং মাধ্যমিক পাশ এবং উচ্চমাধ্যমিক প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ১ মে ২০২২ (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন)।
ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট 2022: এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন…
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উপহার, নতুন ১৩টি জেলা পেল এই রাজ্য
Indian Army Recruitment 2022: Details of the vacancy
MTS (Messenger) – 4
OBC – 2
SC – 1
ESM – 1
Steno Grade-II – 1
OBC – 1
Indian Army Recruitment 2022: Selection process
1.Screening of Documents
2.Written Exam
3.Character Verification
4. Medical Exam
আরও পড়ুন: কলকাতায় পেট্রোলের দামে সেঞ্চুরি পার, জ্বালানি কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের
এছাড়াও প্রার্থীরা অফলাইনেও আবেদন জমা দিতে পারবেন। এরজন্য লাগবে তাঁদের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, জন্ম শংসাপত্র, স্থায়ী বাসভবনের ঠিকানার শংসাপত্র, দু’টি পাসপোর্ট সাইজের ছবি। প্রতিটি ফটোকপিতে আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। একটি ডাক টিকিট সহ খামে উপরিক্ত কাগজপত্রের ফটোকপি দিয়ে পাঠিয়ে দিন এই ঠিকানায় “The Establishment Officer, Headquarters 101 Area, PIN-908101, C/o 99 APO”।