খেলা-ধূলা
এবারও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গতবছরের পুনরাবৃত্তি এবারও। ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ২২ অক্টোবর সিডনিতে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের মূল পর্ব।
৯ নভেম্বর সিডনিতে প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল অ্যাডিলেডে ১০ নভেম্বর। ফাইনাল ১৩ নভেম্বর মেলবোর্নে। দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল ভারতীয় সময় দুপুর ১.৩০ থেকে শুরু হবে। মূল পর্বের সুপার ১২-এর গ্রুপ ২ তে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশদ, দক্ষিণ আফ্রিকা এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দু’টি দল। গ্রুপ ১-এ রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা আরও দু’টি দল।
গ্রুপ পর্বে ভারতের ম্যাচগুলি রয়েছে ২৩ অক্টোবর (পাকিস্তান, মেলবোর্ন, দুপুর ১-৩০), ২৭ অক্টোবর (যোগ্যতা অর্জনকারী দল, সিডনি, দুপুর ১২-৩০), ৩০ অক্টোবর (দক্ষিণ আফ্রিকা, পারথ, বিকেল ৪-৩০), ২ নভেম্বর (বাংলাদেশ, অ্যাডিলেড, দুপুর ১-৩০), ৬ নভেম্বর (যোগ্যতা অর্জনকারী দল, মেলবোর্ন, দুপুর ১-৩০)। যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং অন্য দু’টি দল। গ্রুপ বি-তে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে আরও দু’টি দল। যোগ্যতা অর্জন পর্বের এই অজানা চারটি দল উঠে আসবে আরও একটি যোগ্যতা অর্জন পর্ব খেলে।