দেশের খবর
নতুন বছরে আফগানিস্তানকে করোনা ভ্যাকসিন উপহার ভারতের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার যখন প্রথম ঢেউ সারা বিশ্বে আছড়ে পড়েছিল, আমেরিকায় আক্রান্তের সংখ্যা যখন ব্যাপক হারে বাড়ছে, সেই পরিস্থিতিতে ভারত সরকারের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে আবেদন করেছিল। আমেরিকার অনুরোধে সাড়া দিয়েছিল ভারত সরকার।
এরপর করোনা ভ্যাকসিনও বিভিন্ন দেশে পৌঁছে দিয়েছিল ভারত। এবার আফগানিস্তানে করোনা ভ্যাকসিন পৌঁছে দিল ভারত। নতুন বছরের শুরুতেই আফগানিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। বিদেশমন্ত্রক সূত্রে খবর, শনিবার দেশ থেকে তালিবান শাসিত আফগানিস্তানে কোভ্যাক্সিনের ৫ লক্ষ ডোজ পাঠানো হয়েছে। ভারত বায়োটেকের এই ভ্যাকসিন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি।
রবিবার কোভ্যাক্সিনের ৫ লক্ষ ডোজ কাবুলের ইন্দিরা গান্ধি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। এজন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে তালিবান সরকার। ওই ভ্যাকসিন কাবুলিওয়ালার দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের দেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আফগানিস্তানে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল ভারত।