পূর্ববর্তী সরকাররা প্রযুক্তির ব্যবহারে ভয় পেত, মোদির নিশানায় বিরোধীরা
Connect with us

দেশের খবর

পূর্ববর্তী সরকাররা প্রযুক্তির ব্যবহারে ভয় পেত, মোদির নিশানায় বিরোধীরা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দ্রুত উন্নতি হচ্ছে ভারতের। ২০৩০ সালের মধ্যে ভারত সেরা ড্রোন হাবে পরিণত হবে। ২৭ মে শুক্রবার দিল্লির প্রগতি ময়দানে (‘ভারত ড্রোন মহোৎসব’ ২০২২) যোগ দিয়ে এ-কথায় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার দিল্লির প্রগতি ময়দানে এই ড্রোন উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ”আমি সমস্ত সরকারী দফতরকে এই ইভেন্টে দুই-তিন ঘন্টা সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ এখানের প্রতিটি স্টলে ভারতে তৈরি পণ্য রয়েছে।”

আরও পড়ুন: Jawaharlal Nehru: মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করে টুইট মোদির

Advertisement

তিনি বলেন, ”আমি একমত, নতুন প্রযুক্তি ব্যাঘাত ঘটায়। আমার শৈশবের কথা মনে পড়ে যখন আমরা রেশন কিনতে ভয় পেতাম। আমি ভয় পেতাম, এই ভেবে যে আমার পালা আসার সময়, রেশন শেষ হলে কী হবে?” শুধু তাই নয়, এদিন তিনি বিজেপি সরকারের পূর্ববর্তী সরকারদের প্রযুক্তির ব্যবহারে অদক্ষতা নিয়ে কটাক্ষ করে বলেন, ” আগের সরকারগুলি ‘গরীব-বিরোধী’ হিসাবে প্রযুক্তি ব্যবহার করত। ”২০১৪ সালের আগে, সরকার প্রশাসনে প্রযুক্তি ব্যবহার করত না। প্রযুক্তির ব্যবহার না করা দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য ক্ষতিকর হয়েছে।”

এছাড়াও এদিন তিনি ভারত ড্রোন মহোৎসবের মঞ্চ থেকে ১৫০ জন কৃষক ড্রোন তৈরির জন্য শংসাপত্র তুলে দেন তাঁদের হাতে। জানা গিয়েছে, দুই দিনের এই উৎসবে সরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, পাবলিক সেক্টরের উদ্যোগে বেসরকারি কোম্পানি এবং ড্রোন স্টার্টআপের সমন্বয়ে ১,৬০০ টিরও বেশি প্রতিনিধি এখানে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: জনতার দুয়ারে সঠিক সময়ে পৌঁছচ্ছে না রসগোল্লা, প্রতিবাদে ৪০ ঘণ্টা রেল অবরোধ

Advertisement

শুধু তাই নয়, রাজধানী দিল্লিতে আয়োজিত এই উৎসবে প্রায় ৭০ টি এক্সিবিশন সেন্টার বসেছে। যেখানে বিভিন্ন রকমের ড্রোনের ব্যবহার ও তাদের কার্যাবলী দেখানো হবে বলে জানা গিয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.