রাজনৈতিক জীবনে চারদশক পূর্ণ করবেন, ২০২৪-এর নির্বাচনে নয়া স্লোগান তৃণমূলের
Connect with us

দেশের খবর

রাজনৈতিক জীবনে চারদশক পূর্ণ করবেন, ২০২৪-এর নির্বাচনে নয়া স্লোগান তৃণমূলের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘বাঙালি প্রধানমন্ত্রী চাই’। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তৃণমূলের অন্দরে কান পাতলে এরকম স্লোগান হামেশাই শোনা যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের শাসক দল তৃণমূলের এখন একটাই লক্ষ্য আর তা হল ‘২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রী হবেন Mamata Banerjee।

তৃণমূলের এই লক্ষ্যকে স্থির রেখে বিগত নির্বাচনগুলিতেও শোনা গিয়েছে একাধিক স্লোগান। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক কিংবা পুরভোট সব নির্বাচনেই রাজ্যের শাসকদল তৃণমূলের প্রধান স্লোগানই ছিল ‘বাংলা নিজের মেয়েকে চাই।’ (Bengal Wants Its Own Daughter)।

একইভাবে আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল। তাঁদের প্রচারের লক্ষ্যই হল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২৪ সালে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী করার জন্য জনমত গড়ে তোলা। সেই সময় তিনি নির্বাচনী রাজনীতিতে চার দশক পূর্ণ করবেন।

Advertisement

আরও পড়ুন: কালো পতাকা, গো ব্যাক স্লোগান, দেউচা-পাঁচামিতে গিয়ে মুখ পুড়ল শুভেন্দুদের

”আমরা আশা করি প্রত্যেক ভারতীয় সুশাসন উপভোগ করুক, যেমনটি ম্যাডাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জনস্বার্থবাদী নীতির মাধ্যমে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত করেছেন। তাঁকে ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব

Advertisement

রাজ্যে তৃণমূল সরকারের তরফে চালু হওয়া সদ্য একটি নতুন ওয়েবসাইটের তরফে এই কথা জানানো হয়েছে। ডিজিটাল প্রচারাভিযানের অংশ হিসেবে, TMC সারা দেশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এবং সারা ভারতে তার কৃতিত্ব নিয়ে যাওয়ার আশা করছে। নতুন প্রচারাভিযানের ভূমিকায় বলা হয়েছে, যা অনুবাদ করলে দাঁড়ায় “এখন দিল্লিতে মা মাটি মানুষ সরকার।”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.