খেলা-ধূলা
আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পেয়নশিপে শীর্ষে ভারত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পঞ্চম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করেছে ভারত। সেই ক্যারাটে দলে প্রতিনিধিত্ব করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের ক্যারাটে প্রতিযোগীরা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত এই ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটানের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন।
এই ক্যারাটে প্রতিযোগিতায় ভারতের হয়ে রায়গঞ্জের ১৮ জন কিশোর-কিশোরী অংশ নিয়ে প্রত্যেকেই পদক জিতেছেন। ৭ সোনা, ৩ রূপো এবং ১০ ব্রোঞ্জ মোট ২০ পদক পেয়ে উত্তর দিনাজপুর জেলা তথা বাংলাকে গর্বিত করেছেন। এই সাফল্যে খুশী রায়গঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষজন। গত ৮ ও ৯ জানুয়ারি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর স্পোর্টস আকাদেমির ১৪ জন প্রতিযোগী ২০টি পদক জয়লাভ করেন।
কাতা বিভাগে ৫ টি সোনা, ১ টি রূপো ও ব্রোঞ্জ পেয়েছে ৪ টি। অন্যদিকে, কুমি বিভাগে সোনা ২টি, রুপো ২টি এবং ৬টি ব্রোঞ্জ এসেছে। দলগত প্রচেষ্টা এবং উন্নত প্রশিক্ষণের ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা রায়গঞ্জের প্রতিযোগী রিঙ্কি সাহা। সম্পূর্ণ কৃতিত্বই তাঁরা দিয়েছেন তাঁদের প্রশিক্ষককে। ক্যারাটে প্রশিক্ষক শিবু কর্মকার খেলোয়াড়দের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।