INDIA RECORD: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নতুন বিশ্বরেকর্ড ভারতের, কী রেকর্ড গড়লেন ধাওয়ানরা
Connect with us

খেলা-ধূলা

INDIA RECORD: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নতুন বিশ্বরেকর্ড ভারতের, কী রেকর্ড গড়লেন ধাওয়ানরা

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অক্ষর প্যাটেলের দুরন্ত ইনিংসে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রান তাড়া করতে নেমে ৪৯.৪ ওভারে ৮ উইকেট খুইয়ে জয় তুলে নেয় ভারত। শুভমন গিল (৪৩), শ্রেয়স আইয়ার (৬৩), সঞ্জু স্যামসন (৫৪), দীপক হুডারা (৩৩) রান পেলেও শেষ মুহূর্তে অক্ষর প্যাটেল ৩৫ বলে ৩ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের সিরিজ জয় নিশ্চিত করেন। রবিবার পোর্ট অব স্পেনে ২-০ সিরিজ এগিয়ে ভারত।

রবিবার ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই বিশ্ব রেকর্ড করল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১২ একদিনের সিরিজ জেতার নজির গড়লেন শিখর ধাওয়ানরা। কোনও একটি দলের বিরুদ্ধে টানা সব থেকে বেশি ওয়ানডে সিরিজ জেতার পাকিস্তানের রেকর্ড ভেঙে দিল ভারত। এতদিন কোনও এক দলের বিরুদ্ধে সব থেকে বেশিবার ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড ছিল পাকিস্তানেরই। জিম্বাবোয়ের বিরুদ্ধে তারা টানা ১১ একদিনের সিরিজ জিতেছিল। রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে সেই নজিরকে টপকে গেল ভারত।

কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ওয়ানডে সিরিজ সবথেকে বেশি বার জেতার নজির এখন ভারতের দখলে। এই তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেল পাকিস্তান। তৃতীয় স্থানেও রয়েছে পাকিস্তান। তারা ওয়েস্ট ইন্ডিজকে টানা ১০ সিরিজে হারিয়ে ছিল। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রটিয়ারা টানা ন’বার জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে। পঞ্চম স্থানেও রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ৯ ওয়ানডে সিরিজ জয়ের নজির রয়েছে মেন ইন ব্লুর।

Advertisement

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে শেষবার ভারতকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল ২০০৬ সালে। সেই সময় ক্যারিবিয়ানদের অধিনায়ক ছিলেন ব্রায়ান লারা। সেবার ভারতকে লারার ওয়েস্ট ইন্ডিজ ১-৪ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছিল। কাকতালীয়ভাবে সেই সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন বর্তমানে কোচ রাহুল দ্রাবিড়। তারপর থেকে এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর কোনও ওয়ানডে সিরিজ হারেনি ভারত।
বুধবার কুইন্স পার্ক ওভালে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবেন শিখর ধাওয়ানরা। এই কুইন্স পার্কে হেরেই ২০০৭ বিশ্বকাপের লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। কুইন্স পার্কে সেটাই ছিল ভারতের হারা শেষ ম্যাচ। বুধবার সেই মাঠেই ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে নামবে শিখর ধাওয়ান অ্যান্ড কোং।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.