খেলা-ধূলা
যশের শতরানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দলের অধিনায়ক যশ ধুলের দুরন্ত শতরানে ভর করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। এখন দেখার চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে আসতে পারে কিনা দেশের যুব দল। বুধবার সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত।
দলের ৩৭ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। ফিরে যান অঙ্গুক্রিস রঘুবংশী (৬) এবং হারনুর সিং (১৬)। এরপর দলের ইনিংসের হাল ধরেন অধিনায়ক যশ এবং সহঅধিনায়ক শেখ রশিদ। দু’জনে মিলে ২০৪ রানের জুটি গড়েন। অধিনায়ক যশ ১১০ বলে ১১০ রান এবং শেখ রশিদ ১০৮ বলে ৯৪ রানে আউটে হন। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করে।
বিরাট কোহলি এবং উন্মুক্তচাঁদের পর যশ তৃতীয় অধিনায়ক, যিনি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে শতরান করলেন। ২৯১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত ১৯৪ রানে অলআউট হয়ে যায়। ৯৬ রানে ম্যাচ জেতে ভারত। ভারতীয় বোলারদের মধ্যে ভিকি আস্থাবল ১০ ওভারে ৪২ রান দিয়ে ৩ উইকেট পান। এছাড়া নিশান্ত সিন্ধু দু’টি উইকেট পান।