খেলা-ধূলা
হকিতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সেমি ফাইনালে ভারত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারত-পাকিস্তান খেলা মানেই রোমাঞ্চ। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। সেটা ক্রিকেট হোক কিংবা হকি! দুই দেশের ক্রীড়া দ্বৈরথের দিকে সারা বিশ্বের নজর থাকে। সেই রকমই আজ ঢাকায় নজর ছিল খেলা প্রেমীদের। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান।
খেলায় শেষ হাসি হাসল ভারতীয় হকি দল। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট অর্জন করল মেন ইন ব্লু। ম্যচের ১৩ মিনিটে গোল পেয়ে এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করেন হরমনপ্রিত কৌর। এরপর ৪২ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান আকাশদীপ সিং।
২ -০ গোলে পিছিয়ে পড়ে তৃতীয় রাউন্ডের খেলা শেষ হওয়ার মাত্র ২৭ সেকেন্ড আগে গোল করে পাকিস্তানের জুনেইদ মনজুর ব্যবধান কমিয়ে ২ -১ করেন। এর কিছুক্ষণ পর হরমনপ্রিত কৌর নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে খেলার ফল ৩-১ করেন। এরপর আর কোনও গোল হয়নি। ভারত ৩-১ গোলে জয়লাভ করে। গতবার ভারত এবং পাকিস্তান যুগ্মভাবে এই ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল।