বুধবার ভারত বনধ! কারা কেন ডাকল বনধ, জেনে নিন
Connect with us

দেশের খবর

বুধবার ভারত বনধ! কারা কেন ডাকল বনধ, জেনে নিন

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রের জনগণনা প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে বুধবার ভারত বনধের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড এবং সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশন (বিএএমসিইএফ)। সেই সংগঠনের আরও দাবি, ভোটে ইভিএম ব্যবহারও নিষিদ্ধ করতে হবে।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন পরবর্তী জনগণনা হবে ডিজিটালি। অর্থাৎ ই-সেনসাস বা ডিজিটাল আদমশুমারি। আগামী জনগণনার পদ্ধতি দেশের আগামী ২৫ বছরের নীতি নির্ধারণ করতে সাহায্য করবে বলেও জানান তিনি। অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড এবং সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশনের অভিযোগ, নতুন জনগণনা পদ্ধতিতে জাত ভিত্তিক গণনা বাদ পড়বে। তাই জাত ভিত্তিক গণনা, ওবিসি সহ অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়কে জনগণনায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তারা।

শুধু যাতে ভিত্তিক জনগণনাই নয়, নির্বাচনী ইভিএম এর ব্যবহার নিষিদ্ধ করার মতো একাধিক দাবি জানিয়ে ভারত বনধের ডাক দিয়েছে ভারতীয় যুব মোর্চা। তাদের অন্যান্য দাবিগুলো হলো, বেসরকারি ক্ষেত্রে এসসি, এসটি ও ওবিসি-দের জন্য সংরক্ষণ, কৃষকদের ফসলে নূন্যতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দিতে হবে। এনআরসি, সিএএ, এনপিআর- করার ভাবনা বাতিল, পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় শুরু করতে হবে। এছাড়াও, মধ্যপ্রদেশ ও ওড়িশায় পঞ্চায়েত নির্বাচনে ওবিসি-দের জন্য আসন সংরক্ষণ, পরিবেশ রক্ষার নামে উপজাতিদের উচ্ছেদ করা চলবে না, ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করা চলবে না, লকডাউনের সময় শ্রম আইনে পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.