আন্তর্জাতিক
বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বড় ঘোষণা সরকারের, এই দেশের ডিগ্রি থাকলে মিলবে না চাকরি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারত সরকার। পাকিস্তানের মাটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আসলে সেই শিক্ষার শংসাপত্র বা সেই ডিগ্রি গ্রাহ্য করা হবে না দেশের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। শুধু তাই নয়, পাকিস্তানের স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কেউ যদি পড়াশোনা করে ভারতে আসেন তাহলে চাকরির ক্ষেত্রেও তাঁকে পড়তে হবে সমস্যায়। কারণ, সরকারি-বেসরকারি কোনও সেক্টরেই মিলবে না কর্মসংস্থানের সুযোগ।
জানা গিয়েছে, ভারতীয় কোনও পড়ুয়া অথবা প্রবাসী ভারতীয়রা কেউই পাকিস্তানের কোনও শিক্ষা-প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করতে পারবেন না। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে UGC এবং AICTE-এর তরফ থেকে। সেখানকার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি ভারতে পরবর্তীতে চাকরি কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রে গ্রহণীয় নয় বলে জানানো হয়েছে।
তবে যারা অভিবাসী এবং তাঁদের সন্তানদের মধ্যে যারা পাকিস্তানে উচ্চ শিক্ষার ডিগ্রি অর্জন করেছে, অবশ্যই দেখতে হবে যে তাঁরা ভারত থেকে নাগরিকত্ব পেয়েছেন কিনা এবং পরবর্তীতে এমএইচএ থেকে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরেই তারা ভারতে চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এমনকি ভারতীয় পড়ুয়ারা যারা চিনে উচ্চ শিক্ষা গ্রহণের পরিকল্পনা করছে তাঁদেরকেও সতর্ক করা হয়েছে। পূর্বে অনুমতি ছাড়া সেই দেশে অনলাইন শিক্ষার মাধ্যমে প্রাপ্ত ডিগ্রিকে ভারতে স্বীকৃতি দেওয়া হবে না।
আরও পড়ুন: তেল শোধনাগারে বিধ্বংসী বিস্ফোরণ, প্রাণ হারালেন শতাধিক
কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তের কারণ? ২০২০ সালে করোনা মহামারীর পর থেকে চিন সমস্ত ভিসা স্থগিত রাখে। সেই কারণেই শিক্ষার জন্য চিনে পাড়ি দেওয়ার বিষয়ে এই পরামর্শ দেওয়া হয়। নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে, উচ্চ শিক্ষার জন্য পাকিস্তান যাওয়া যাবে না। যে কোনও ভারতীয় নাগরিক এবং প্রবাসী ভারতীয়রা পাকিস্তানের কোনও কলেজ থেকে ডিগ্রি বা ভর্তি হতে চাইলে সেই শিক্ষাগত যোগ্যতার কোনও স্বীকৃতি ভারত সরকার এবং তাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে না। পরবর্তীতে ভারতে উচ্চশিক্ষা এবং চাকরিতে তাঁরা সুযোগ পাবেন না।
আরও পড়ুন: অধ্যাপকদের সঙ্গে বসেই দেখা যাবে পর্নোগ্রাফি! নয়া পাঠ্যক্রম চালু হচ্ছে কলেজে
AICTE এর চেয়ারম্যান অনিল সহস্রব্ধের মতে, ভারতের পড়ুয়াদের জানা উচিত কোন দেশ থেকে তারা ডিগ্রি অর্জন করতে পারবে। ভারতীয় বিধিবিধানের সঙ্গে সমতা ছাড়া কোনও ডিগ্রি এখানে ধার্য হবে না। অন্যদিকে ইউজিসি চেয়ারম্যান যোগদেশ কুমার বলেন, ”ভারতের পড়ুয়াদের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার আগে সবকিছু জেনে নেওয়া আবশ্যিক।”