পয়লা বৈশাখের আগে সুখবর, সকলের জন্য খুলে গেল ভারত-বাংলাদেশের দরজা
Connect with us

আন্তর্জাতিক

পয়লা বৈশাখের আগে সুখবর, সকলের জন্য খুলে গেল ভারত-বাংলাদেশের দরজা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পয়লা বৈশাখের শুরুতে খুশির হাওয়া দুই বাংলায়। করোনা আবহের জেরে দীর্ঘ প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল India-Bangladesh ভ্রমণ। সেই অদৃশ্য মারণ ব্যাধি এখন অতীত। সংক্রমণের রেশকে বশ করে কোভিড বিধি মেনে খুলে গেল দুই দেশের আন্তর্জাতিক সীমানা।

জানা গিয়েছে, করোনাকালে সংক্রমণ মোকাবিলায় প্রায় দু’বছর সবধরনের যাতায়াত বন্ধ ছিল ভারতের প্রতিবেশী এই দেশের সঙ্গে। সড়কপথে শুধুমাত্র পণ্যপরিষেবা চালু ছিল। বাকি সবকিছু এতদিন ধরে বন্ধ ছিল। কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইয়ে সব দেশেই শুরু হয়ে গিয়েছে টিকাকরণের কাজ। এই অবস্থায় বৃহস্পতিবার থেকে সকলের জন্য খুলে দেওয়া হল ভারত-বাংলাদেশের দরজা।

আরও পড়ুন: বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত দেশবাসী, মৃত কমপক্ষে ৪৫

Advertisement

এবার থেকে কোভিড সার্টিফিকেট সহ পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি দেখিয়ে দুই দেশেই ভ্রমণ করতে পারবেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, ভারত সরকারের অনুমোদনে বৃহস্পতিবার থেকে পুনরায় খুলে দেওয়া হল বাংলাদেশ সীমান্তে পাসপোর্টের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা।

আরও পড়ুন: ‘লঙ্কায়’ জ্বলছে আগুন, চিনা ঋণের দায়ে নেপালও কি হাঁটছে একই পথে…

যদিও ভারত বাংলাদেশ সীমান্ত পণ্য আমদানি রফতানির জন্য বেশ কয়েক মাস আগেই খোলা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল ইন্দো-বাংলা চেকপয়েন্ট। যারফলে ওপার থেকে ভারতে আসা বহু মানুষ নানা রকম অসুবিধার সন্মুখে পড়ছিলেন।

Advertisement

আরও পড়ুন: ‘চৌকিদার চোর হ্যায়’, ইমরানের সমর্থনে পাকিস্তানের রাস্তায় শোনা গেল ভারতের স্লোগান

যদিও পশ্চিমবঙ্গের বেনাপোল এবং পেট্রাপোল সীমান্ত খুলে গেলেও দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর সাধারণের জন্য পুরোপুরি বন্ধ ছিল। যারফলে দুই দেশের মানুষের মধ্যে যাতায়াতে সমস্যা তৈরি হয়। তবে বৃহস্পতিবার থেকে আবার যাতায়াত স্বাভাবিক হওয়ার কারণে খুশির হাওয়া বইছে দুই দেশের নাগরিকদের মধ্যে।

Advertisement