এখনই দলে ফেরানো হচ্ছে না নির্দলদের! জনপ্রতিনিধিদের মাথা নিচু করে কাজ করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

দেশের খবর

এখনই দলে ফেরানো হচ্ছে না নির্দলদের! জনপ্রতিনিধিদের মাথা নিচু করে কাজ করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে কলকাতা পুরসভার মেয়র নির্বাচনী সভা থেকে জয়ী ১৩৪ জন জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এদিনের সভা থেকে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, মাথা নিচু করে মানুষের জন্য কাজ করতে হবে সকলকে।

এবং ছয় মাস অন্তর জনপ্রতিনিধিদের থেকে পারফরমেন্সের রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কলকাতার পুর ভোটে তৃণমূলের এই বিশাল জয়কে মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সদ্য প্রয়াত প্রাক্তন মেয়র তথা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও স্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আজ সুব্রতদাকে মিস করছি। সুব্রতদা যখন মেয়র হয়েছিলেন তখন আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। ওঁর মৃত্যু আমাদের কাছে গ্রেট লস।’ এবারের পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস, রিগিঙের অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই নিয়ে মামলাও গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন এত শান্তিপূর্ণ ভোট ভারতবর্ষে এর আগে কখনও হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এত শান্তিপূর্ণ নির্বাচন কেউ করে দেখাতে পারেনি। আমরা করে দেখিয়েছি। আগে থেকেই নির্দেশ ছিল গোলমাল করা যাবে না। গন্ডগোল হয়নি। তবে তৃণমূলে অহংকারের কোনও জায়গা নেই।

‘ এরপরই নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘১৩৪ জন কাউন্সিলরকেই আমার অভিনন্দন জানাচ্ছি। এই জয় তৃণমূল কংগ্রেসের জয় নয়। তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। যেদিন আমি তৃণমূল তৈরি করি, আমার একটাই উদ্দেশ্য ছিল মা মাটি মানুষ। একটা আদর্শ, একটা কর্মধারা দিয়ে, একটা প্রাণধারা দিয়ে দলটা তৈরি করেছি। অনেকের কুৎসা, চরিত্র হননের পরও মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। সেই দাম দিতেই হবে। অনেক গুরুত্বপূর্ণ কাউন্সিলররা আছেন। ধীরে ধীরে আমরা পারফরমেন্স দেখব। প্রতি ৬ মাসে আমরা রিপোর্ট কার্ড তৈরি করব। আমরা কাজের রিভিউ করব। যাঁরা ভালো কাজ করবেন, ভালো পাবেন। যাঁরা ভালো কাজ করবেন না তাঁদের জন্য দল সিদ্ধান্ত নেবে। দলের উপর বিশ্বাস রাখুন সব হবে। ব্যক্তিগত লবি নয়। একটাই লবি, দল একটাই।

Advertisement

আমাদের সবার নেতা কিন্তু জোড়া ফুলটাই। জোড়া ফুলের নেতা মা মাটি মানুষ। ৪০ জন নতুন কাউন্সিলরকে ভালো করে কাজ শিখতে হবে। মাথা নিচু করে কাজ করতে হবে। যত জিতবে, তত মাটির দিকে নজর দিতে হবে। কথা কম কাজ বেশি করুন। সাংবাদিকদের বেশি বিবৃতি দিলাম অথচ কাজের কাজ করতে পারলাম না- এ সব তৃণমূলে চলবে না। বিজেপিতে হয়।’ সেই সঙ্গে এবারের কলকাতা পুরভোটে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে জয়ী হওয়া ৩ মহিলা জনপ্রতিনিধিকে এখনই দলে ফেরানোর হচ্ছে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ১০ জন প্রার্থী হেরে গিয়েছেন তাঁদের কর্পোরেশনের অন্যান্য কাজে ব্যবহার করা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। ৪৩ নম্বর ওয়ার্ড থেকে নির্দল হিসাবে জয়ী হয়েছিলেন আয়েশা কানজি। ১৩৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ড থেকে নির্দল হিসেবে জয়ী হয়েছেন পূর্বাশা নস্কর। এই তিনজনই তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন।

রবিবার ফল প্রকাশের পরই তিনজনেই তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ফিরহাদ হাকিম সেই প্রসঙ্গে জানিয়েছিলেন, ৩ নির্দল প্রার্থীর সঙ্গেই তাঁর কথা হয়েছে। তাঁরা যদি আবেদন করেন, তাহলে দল বিবেচনা করে দেখবে। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের অনেকেই। তাঁদের কেউ হেরেছেন। কেউ তৃণমূলের প্রার্থীকে হারিয়ে জিতেছেন। যে তিনজন নির্দল হিসেবে জিতে ছিলেন, তাঁরা আবার ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু এখনই তাদের দলে ফেরানোর হচ্ছে না। কেউ যদি ভেবে থাকে দলকে পিছন থেকে ছুরি মেরে আখের গুছিয়ে নেবে, তা হবে না। আমাদের যে ১০ জন প্রার্থী হেরে গিয়েছেন, তাঁদেরকে পুরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যবহার করব।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.