অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুর ও নগরোন্নয়ন দফতর ফিরে পেলেন ফিরহাদ হাকিম
Connect with us

রাজনীতি

অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুর ও নগরোন্নয়ন দফতর ফিরে পেলেন ফিরহাদ হাকিম

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। তবে তার আগেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত ছিল। খুব বেশি বদল হয়নি। তবে আরও দায়িত্ব বাড়ল ফিরহাদ হাকিমের। পরিবহণ এবং আবাসন দফতরের পাশাপাশি আবারও পুর ও নগরোন্নয়ন দফতর ফিরে পেলেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দুই মন্ত্রিসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব সামলেছেন ফিরহাদ হাকিম।

কিন্তু তৃতীয় মন্ত্রিসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হল। এর আগে তিনি এই দফতরেরই প্রতিমন্ত্রী ছিলেন। অমিত মিত্র বিধানসভা ভোটে না দাঁড়ানোয় অর্থ দফতর নিজের হাতেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমাকে প্রতিমন্ত্রী করেছিলেন। এবার চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করলেন মুখ্যমন্ত্রী।

তবে তৃণমূলের ঘোষণার আগেই মঙ্গলবার সকালে টুইট করে মন্ত্রিসভায় রদবদলের কথা ঘোষণা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাতে ১৬৬ (৩) নম্বর ধারায় মন্ত্রিসভায় বদল কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্বে ঠিক কী কী বদল আনা হয়েছে তার উল্লেখ করেন। এবং এ সংক্রান্ত অর্ডারের একটি ছবিও তার সঙ্গে পোস্ট করেন ধনখড়।

Advertisement