বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সপ্তম পে কমিশনের ঘোষণা অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করল। কেন্দ্রের এই ঘোষণা মাত্র বিভিন্ন রাজ্যগুলি কর্মচারীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে। উৎসবের মরসুমের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় কর্মচারীদের ৩% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে।
৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩১% ডিএ পাচ্ছেন। সেই দিক দিয়ে দেখতে গেলে দেশের মধ্যে সবচেয়ে কম ডিএ পান পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পান মাত্র ৩%। কেন্দ্রের দেখাদেখি বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ালেও, এই রাজ্যে ডিএ বাড়ানোর কথা কবে সরকার ঘোষণা করে সেটাই এখন দেখার। মধ্যপ্রদেশ সরকার দীপাবলির আগে রাজ্য সরকারি কর্মচারীদের ৮% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এই বৃদ্ধির ফলে সেই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে ২০%।
পঞ্জাব সরকার সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে ১১%। ফলে পঞ্জাবের সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে ২৮%। আগে পঞ্জাবের কর্মচারীরা ১৭% ডিএ পেতেন। রাজস্থান সরকার সরকারি কর্মচারীদের ৩% ডিএ বৃদ্ধি করেছে। ফলে রাজস্থানের সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছে ৩১%। যা কেন্দ্রের সমান।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ