বাংলার খবর
ছোট ব্যাবসায়ীদের কর্মসংস্থানের লক্ষ্যে কালিয়াগঞ্জে উদ্বোধন হল কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পৌরসভা এলাকার ছোট ব্যাবসায়ীদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্স উদ্বোধন করা হল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প ‘কর্মতীর্থ’ এর টাকায় কালিয়াগঞ্জ পৌরসভা চত্বর এলাকাতেই গড়ে তোলা হয়েছে বিশাল কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্স।
বৃহস্পতিবার এই কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পৌরসভার মার্কেট কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পুর প্রশাসক শচীন সিংহ রায়, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সহকারী কো-মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন সিংহ। এই মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেছেন, তৃণমুল কংগ্রেস দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সারা বছর, সবসময় মানুষের পাশে থাকেন। সর্বস্তরের মানুষের উন্নয়নে কাজ করে চলেছে তৃনমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার।
অন্যান্য রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে ভোটের ঘণ্টা বাজলে। আর ঝুড়ি ঝুড়ি মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়। কিন্তু মা-মাটি-মানুষের দল সারা বছর, সবসময় মানুষের পাশে থাকে। তাই আগামী কালিয়াগঞ্জ পুরসভা ভোটে ১৭ আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়লাভ করিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়ার আহ্বান জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কালিয়াগঞ্জ পৌরসভার ভোট হবে। তার আগে বৃহস্পতিবার কালিয়াগঞ্জের ছোট ছোট ব্যাবসায়ীদের কর্মসংস্থানের লক্ষ্যে কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে উদ্বোধন করে দেওয়া হল কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সের। খুশি কালিয়াগঞ্জের বাসিন্দা ও ব্যবসায়ীরাও।