দেশের খবর
‘উচ্ছ্বাস’-এ হাসি ফুটল ক্যান্সার আক্রান্ত শিশুদের মুখে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উৎসবের মরশুমে যখন গোটা রাজ্য মাতোয়ারা, তখন ওদেরও ইচ্ছা করে বড়দিনে সান্টার কাছ থেকে উপহার পেতে। কিন্তু মৃত্যুর সঙ্গে অসম লড়াইয়ে চাপা পড়ে গিয়েছে সেই ইচ্ছাগুলো। তাই ক্যান্সার আক্রান্ত এই ফুটফুটে মুখগুলোতে হাসি ফোটাতে সান্টা রূপে হাজির হল সমাজসেবী সংস্থা ‘ঊচ্ছ্বাস’।
গত মঙ্গলবার কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের শিশু বিভাগে ক্যান্সার আক্রান্ত শিশুদের হাতে ঊচ্ছ্বাস- এর হয়ে উপহার সামগ্রী তুলে দিলেন সংস্থার প্রধান উদ্যোক্তা অঙ্গনা ও অন্যান্য সদস্যরা। ‘ক্যান্সার’- এই নামটা শুনলেই বুকের ভিতরটা কেঁপে ওঠে। এই মারণরোগ যেন কোনও মানবদেহে বাসা না বাঁধে, সেটাই কামনা থাকে আমাদের প্রত্যেকের। কিন্তু সেটা বাস্তবে হয় না। কাছের মানুষ বা প্রিয়জনের কিংবা পরিচিত মানুষের এই রোগ দেখা দিলে সত্যিই ভেঙে পড়তে হয়। আর যদি সেই মানুষটি হয় কোনও শিশু, তাহলে তার থেকে হৃদয় বিদারক কিছু আর হতে পারে না। প্রতিদিন, প্রতি মুহূর্ত যে সব শিশুরা এই মারণরোগের সাথে যুঝছে, ‘কেমো’ র মতো কষ্টদায়ক চিকিৎসা তাদের সহ্য করতে হচ্ছে।
এই সবের মধ্যে তারা হয়তো চাইলেও আনন্দ নেওয়ার পরিস্থিতিতে নেই। তার তাদেরকে ক্ষণিকের আনন্দ দিতে এগিয়ে এসেছে ‘ঊচ্ছ্বাস’। ‘ঊচ্ছ্বাস’ একটি সমাজসেবী সংস্থা। তারা শিশুদের নিয়ে ভাবে। তাই এই উৎসবের মরশুমে যে সব শিশুদের জীবনে হাসি হারিয়ে গিয়েছে, তা ফেরত আনার চেষ্টায় উদ্যোগী হয়েছে এই সংস্থার সদস্যরা। ‘ঊচ্ছ্বাস’ মূলত পথশিশুদের নিয়ে কাজ করলেও এ বার তারা ক্যান্সারে আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটানোর পরিকল্পনা নিয়েছিল।
মঙ্গলবার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসারত শিশুদের হাতে বেশ কিছু উপহার তারা তুলে দেয়। ঊচ্ছ্বাস-এর প্রধান উদ্যোক্তা অঙ্গনা বলেছেন, ‘শিশুরা দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে যেমন শিক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, আবার তারা শারীরিক-মানসিক ভাবেও যাতে সুস্থ থাকে সেটাও দেখা উচিত। এই সকল শিশু খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। তাদের সুস্থতার কামনাতেই ঊচ্ছ্বাস এর এই উদ্যোগ।’