দেশের খবর
রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়াল, কলকাতাতেই আক্রান্ত ২ হাজার ৩৯৮

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যে করোনার বেলাগাম সংক্রমণে কিছুতেই রাশ টানা যাচ্ছে না। শনিবার রাজ্যের সঙ্গে কলকাতাতেও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১২ জন। তার মধ্যে শুধু কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন।
কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও বেড়েছে সংক্রমণ। এই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। হাওড়ায় ৩৪৪, হুগলিতে ১৬৫ ও দক্ষিণ ২৪ পরগনায় ১৯৮ জন আক্রান্ত হয়েছেন। গত সোমবার যেখানে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা চারশোর গণ্ডিতে ছিল, শুক্রবার তা তিন হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। ফলে উদ্বেগ বাড়ছিল। শনিবার সংখ্যাটা সাড়ে ৪ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৬ লক্ষ ৪২ হাজার ৯৯৭ জন। সেই সঙ্গে শনিবার রাজ্যে আরও তিনজনের শরীরে ওমিক্রনে আক্রান্তের হদিস মিলেছে। এর মধ্যে একজন ওড়িশা থেকে এসেছেন। বর্তমানে শহরের এক বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। এছাড়া বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে আরও দুই ব্যক্তির শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ। এই মুহূর্তে রাজ্যে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। তার মধ্যে ইতিমধ্যেই তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
শনিবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন মোট ১৯ হাজার ৭৭৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১২.০২ শতাংশ। কলকাতায় দৈনিক সংক্রমণের হার ২৬ শতাংশ। সংক্রমণ বাড়ায় রাজ্যে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় রোগী বেড়েছে ২ হাজার ৫৯০টি। মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০০ জনে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হলেন ১৬ লক্ষ ৯ হাজার ৯২৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৭ হাজার ৫৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।