আন্তর্জাতিক
দ্বিতীয় ইনিংসেও খোয়াজার শতরানে চালকের আসনে অস্ট্রেলিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চতুর্থ টেস্টে জয়ের কাছাকাছি পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এমনিতেই এবারের অ্যাসেজে প্রথম তিনটি টেস্টে জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলেছে অজিরা। বাকি দু’টি টেস্ট ছিল ইংল্যান্ডের কাছে সম্মান রক্ষার লড়াই। কিন্তু দেখা যাচ্ছে সিডনিতে চতুর্থ টেস্টেও ফের মুখ থুবড়ে পড়তে চলেছে রুট বাহিনী।
চতুর্থ টেস্টে নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন উসমান খোয়াজা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছেন। প্রথম ইনিংসে উসমান খোয়াজার ১৩৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৪১৬ তুলে ডিক্লেয়ার ঘোষণা করে ক্যাঙ্গারু বাহিনী। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯৪ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের পক্ষে জনি বেয়ারস্টো সর্বোচ্চ ১১৩ এবং বেন স্টোকস ৬৬ রান করেন। ১২২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাগি গ্রীনরা।
প্রথম সারির সব ব্যাটসম্যান ফিরে গেলেও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন উসমান খোয়াজা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পূর্ণ করেন শতরান। যখন দলের ইনিংস ডিক্লেয়ার তখন ১০১ রানে অপরাজিত থাকেন খোয়াজা। এছাড়াও গ্রিন ৭৪, হ্যারিস ২৭, ওয়ার্নার ৩,ল্যাবুসান ২৯ এবং স্মিথ ২৩ রান করে আউট হন। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২৬৫ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে লিচ ৪টি এবং উড ২টি উইকেট পান। জেতার জন্য ইংল্যান্ডের দরকার ৩৮৮ রান। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৩০। ক্রাওলি ২২ এবং হামিদ ৮ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ইংরেজদের এখনও দরকার ৩৫৮ রান।