বাংলার খবর
পুরভোটে বিরোধীদের অভিযোগকে ‘নাটক’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, দরাজ প্রশংসা পুলিশের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার বিকালে মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুরভোটকে ঘিরে রবিবার সারাদিনে বাম, কংগ্রেস, বিজেপি শাসকদলের বিরুদ্ধে রিগিং, এজেন্ট বসতে না দেওয়া, বিরোধী প্রার্থী ও এজেন্টদের মারধর করে বুথ থেকে বার করে দেওয়া, হুমকি, বুথ জ্যামের যে সমস্ত অভিযোগ এনেছে, তাকে নাটক বলেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। এবং সেই অভিযোগগুলোকে উপেক্ষা করারও পরামর্শ দিলেন তিনি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবং উৎসবের মেজাজেই মানুষ ভোট দিয়েছেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
সেই সঙ্গে পুলিশের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘শান্তিপূর্ণ ভোট চলছে। মানুষ শান্তিতে ভোট দিয়েছে। উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন। ১৪৪ আসনে ভোট হয়েছে। দুই একটি ঘটনা নিয়ে কথা হচ্ছে। ভোটে লড়তে পারছে না। তাই এখন নাটক করছে। ও সব ইগনোর করুন। পুলিশ ভালো কাজ করেছে। পুরভোটের জন্য ভোটের এই হার সন্তোষজনক।’