বাংলার খবর
বিসর্জনের মাঝেই বাবুঘাটের গঙ্গায় ভেসে উঠল জোড়া দেহ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গঙ্গার ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। তার মধ্যেই আজ বাবুঘাট থেকে উদ্ধার হল জোড়া দেহ। পুলিশ সূত্রে খবর, দেহ দু’টি পুরুষের।একজনের দেহ ভেসে ওঠে কাশীপুর ঘাটে। অপর জনের দেহ বাজেকদমতলা ঘাটে ভাসতে দেখা যায়। পরে বাজেকদমতলা ঘাটেই ওই দেহ দুটি টেনে এনে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, একজনের বয়স ৬৫-র আশেপাশে এবং অপর জনের বয়স আনুমানিক ৫০।
আজ সকালে গঙ্গায় দেহ দুটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেন পুলিশ। ডুবুরীর সাহায্য নিয়ে দেহ দু’টিকে ঘাটে তোলা হয়। তবে মৃত দুই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে মৃত্যু হয়েছে তাও পরিষ্কার নয়। ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান দুর্গা প্রতিমার বিসর্জনের সময় তলিয়ে যেতে পারেন ওই দুই ব্যক্তি। তবে দেহ দুটির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মদ্যপ অবস্থায় তাঁরা জলে নেমে ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
মনে করা হচ্ছে কাঠামোর নীচে চাপা পড়ে থাকতে পারেন ওই দুই ব্যক্তি। কাঠামো জল থেকে তুলে নেওয়ার পরই দেহ দুটি ভেসে ওঠে ঘাটে। মৃত দুই ব্যক্তি আশেপাশের এলাকার কিনা, সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন।তাঁদের পরিচয় ও ঠিকানা জানতে আশেপাশের থানাগুলিতেও উদ্ধার হওয়া দুটি দেহের ছবি পাঠানো হয়েছে। থানাগুলিতে দু-একদিনের মধ্যে কোনও মিসিং ডায়েরি হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।