দেশের খবর
গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই বাড়ল ওমিক্রনে আক্রান্তের সংখ্যা, তবে কমেছে করোনার সংক্রমণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের আর এক নাম ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা। ওমিক্রনের পাশাপাশি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। সারা বিশ্বের মতো ভারতেও বাড়ছে করোনা এবং ওমিক্রন আক্রান্তর সংখ্যা। তবে কিছুটা স্বস্তি দিয়ে টানা দু’দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমল।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রনে আক্রান্তর সংখ্যা বাড়লেও কিছুটা কমেছে করোনা আক্রান্তর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬৮২ জন। ফলে এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা ৮ হাজার ৮৯১ জন। গত সোমবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তর সংখ্যা ছিল ৮ হাজার ২০৯ জন। দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা কিছুটা কমেছে। গতকাল অর্থাৎ সোমবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। প্রায় কুড়ি হাজারের কম করোনা আক্রান্ত হয়েছেন। সোমবারের তুলনায় সাত শতাংশ কম।
আক্রান্তর পাশাপাশি কমেছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১০ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১৪.৪৩ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫৭ হাজার ৪২১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ৪৯ হাজার ১৪৩টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭০ কোটি ৫৪ লক্ষ ১১ হাজার ৪২৫টি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৭৯ লক্ষ ৯১ হাজার ২৩০ জন। দেশে এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে মোট ১৫৮ কোটি ৪ লক্ষ ৪১ হাজার ৭৭০ জনের।