দেশের খবর
কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দেশে আরও দু’টি টিকা ও ওষুধকে ছাড়পত্র দিল ডিসিজিআই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। প্রায় প্রত্যেক দেশে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬০০ পার করেছে। এই মুহূর্তে দেশে ৬৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এই পরিস্থিতিতে আরও দুই টিকা কোভোভ্যাক্স ও কোরবেভ্যাক্সকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। পাশাপাশি, অ্যান্টি ভাইরাল ওষুধ মলনুপিরাভিরকে করোনা আক্রান্ত রোগীদের বিশেষ ক্ষেত্রে ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। এই দুটি টিকার ছাড়পত্র পাওয়ার বিষয়টি কেন্দ্রীয় সংস্থার বিশেষজ্ঞ প্যানেলের বিচারাধীন ছিল। সোমবারই এই দুটি টিকা ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দিয়ে দিল ডিসিজিআই।
বড়দের ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে এই দুটি টিকা দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া টুইট করে এই কথা জানিয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াই চালাতে এই নিয়ে এখনও পর্যন্ত মোট আটটি টিকা ব্যবহারের অনুমতি দিলো কেন্দ্র। পাশাপাশি, অ্যান্টি ভাইরাল ওষুধ মলনুপিরাভিরকে কোভিড আক্রান্তের ক্ষেত্রে জরুরি প্রয়োজনে ব্যবহার করার অনুমতিও দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।