বাংলার খবর
ভোটের মুখে শিলিগুড়িতে শক্তি বাড়ল তৃণমূলের! বাম, কংগ্রেস, বিজেপির তিন প্রাক্তন কাউন্সিলর যোগ দিলেন শাসক দলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সদ্য ঘোষণা হয়েছে শিলিগুড়ি পুর নিগমের ভোটের দিন। সমস্ত রাজনৈতিক দল যখন ঘর গোছাতে ব্যস্ত, ঠিক সেই সময় বিভিন্ন রাজনৈতিক দল ভাঙিয়ে শক্তি বাড়ল তৃণমূল। ফলে ফের ভাঙন বাম-বিজেপি-কংগ্রেসে। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শিলিগুড়ি পুরনিগমের তিন প্রাক্তন কাউন্সিলার।
এদের মধ্যে রয়েছেন বিগত বোর্ডের ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার খুশবু মিত্তাল, ২৬ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার দীপায়ন রায়। এদিনই ঘাসফুলের পতাকা ধরেছেন ২০০৯ সালের পুরনিগম নির্বাচনে ৩৯ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া কাউন্সিলার দেবশংকর সাহাও। সোমবারই পুরনিগম নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আর মঙ্গলবার দুপুরে ৩৫ ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা।
এরই মধ্যে ফের একবার বিরোধী শিবিরে ভাঙন ধরাতে পেরে খুশি তৃণমূল শিবির। গত বিধানসভা নির্বাচনের পর থেকে একে একে অনেক কাউন্সিলারই দল বদল করে তৃণমূলে গিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন দীর্ঘদিনের বাম কাউন্সিলররাও। তৃণমূল শিবিরের দাবি, এই দলবদলের ইতিবাচক প্রভাব পড়বে ২২ জানুয়ারির পুর ভোটের ফলে। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী শিবির।