দেশের খবর
দেশে আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা কিছুটা বাড়ল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার তৃতীয় ঢেউ থেকে স্বস্তি ফিরতে চলেছে দেশে। গত কয়েকদিন ধরেই ক্রমশ কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন মৃত্যুর সংখ্যা হাজারের ওপর থাকলেও গত দু’দিনে মৃত্যুর সংখ্যা কমেছে। ফলে ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে দেশে।
করোনা আক্রান্তের সংখ্যা কমায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সরকার স্কুল, কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। আবার ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার নির্দেশ দিয়েছে সরকার। লোকাল ট্রেন চালুর পাশাপাশি একাধিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। বৃহস্পতিবার যেখানে দেশে করোনা আক্রান্ত হয়েছিল ৫৮ হাজার ৭৭ জন সেখানে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন। এক দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে ১৩ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ২৫ লক্ষ ৮৬ হাজার ৫৪৪ জন।
সংক্রমণ কমায় কমেছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ৩.৪৮ শতাংশ। আক্রান্তর পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৪ জনের। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ২৫১ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ৭ হাজার ৯৮১ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৬ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৫০ হাজার ৫৩২ জনে। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭৪ কোটি ৯৩ লক্ষ ২০ হাজার ৫৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৪৬ লক্ষ ৮২ হাজার ৬২২ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৭২ কোটি ২৯ লক্ষ ৪৭ হাজার ৬৮৮ জনের।