দেশে আবারও কমল করোনা আক্রান্তের সংখ্যা, তবে বেড়েছে মৃত্যু
Connect with us

দেশের খবর

দেশে আবারও কমল করোনা আক্রান্তের সংখ্যা, তবে বেড়েছে মৃত্যু

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্ক বাড়িয়ে চলেছে করোনা এবং ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে, বহু মানুষ রোজগার হারিয়েছেন।

স্কুলের পড়াশোনা বন্ধ হয়েছে প্রায় দু’বছর হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। জনজীবন স্বাভাবিক হওয়ার পাশাপাশি স্কুল-কলেজ খোলার প্রক্রিয়া শুরু হয়। এরমধ্যে আফ্রিকায় হানা দেয় ওমিক্রন। আফ্রিকা থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। ওমিক্রনের পাশাপাশি বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা রোধ করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কখনও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তো কখনও কমছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত অনেকটাই কমেছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন। যা বৃহস্পতিবারের তুলনায় ১২.৩ শতাংশ কম।

এরমধ্যে শুধুমাত্র কেরলেই আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৭৩৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৬ লক্ষ ২২ হাজার ৭০৯ জন। সংক্রমণের পাশাপাশি কমেছে সংক্রমণের হারও। হল গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ১৯.৫৯ শতাংশ থেকে কমে হয়েছে ১৫.৮৮ শতাংশ। তবে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৯২ হাজার ৩২৭ জন। তবে সুস্থতার হার অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ্য হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ৮২ হাজার ৩০৭ জনের। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭২ কোটি ৩৭ লক্ষ ৪৮ হাজার ৫৫৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৭ লক্ষ ৩৫ হাজার ৬৯২ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৬৪ কোটি ৪৪ লক্ষ ৭৩ হাজার ২১৬ জনের।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.