বাংলার খবর
এসএসসি গ্রুপ ‘ডি’ মামলায় সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ বিকেলে খারিজ করল ডিভিশন বেঞ্চ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ফের এসএসসি গ্রুপ ‘ডি’ নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েও বিকেলে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর আগে গত কয়েকমাস আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই নির্দেশকে বাতিল করে নতুন তদন্ত কমিটি গঠন করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার ফের সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে।
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের দেওয়া তদন্ত কমিটি বাতিল করে দেন এবং সিবিআই তদন্তের নির্দেশ দেন। গত কয়েকদিন আগে এসএসসি গ্রুপ ‘ডি’ ভুয়ো নিয়োগ মামলায় ৫৭৩ জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবং তারা এতদিন যত টাকা বেতন পেয়েছেন, তাও আদায় করার নির্দেশ দেয় আদালত। যদিও সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ সেই মামলার শুনানিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি গ্রুপ ‘সি’ নিয়োগ দুর্নীতি মামলাতেও এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এবং ৩৫০ জন কর্মীর বেতন বন্ধ করার পাশাপাশি বেতন পুনরুদ্ধারের নির্দেশও দেওয়া হয়। মঙ্গলবার গ্রুপ ‘ডি’ মামলায় কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে সরানো নিয়ে প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
অন্য দিকে মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তার বিরোধিতা করেন। দুই পক্ষের সওয়াল শোনার পর আবার বিকেল চারটেয় এই মামলার শুনানি হবে জানায় কলকাতা হাই কোর্ট। বিকেলে আবারও শুরু হয় এই মামলার শুনানি। শুনানির শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, এর আগে একক বেঞ্চ গ্ৰুপ-ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার পর কমিটি গড়েছিল ডিভিশন বেঞ্চ। সেই কমিটি অনুসন্ধান রিপোর্ট দেওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়। গত নভেম্বরে স্কুল খোলা হয়েছে। এর পরই বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে আদালতে জানান তিনি। সেই বহিস্কৃত কর্মীরা আর স্কুলে যাবেন কিনা, সেই প্রশ্ন করেন এজি। দীর্ঘ শুনানির পর অবশেষে বিকেলে গ্রুপ ‘ডি’ মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে ওই কর্মীদের বেতন আটকাবে না বলেও জানিয়ে দেয় আদালত। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, আগামী দু’সপ্তাহ এই সংক্রান্ত কোনও মামলার শুনানি হবে না। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।