বাংলার খবর
যুদ্ধের আবহেই রাশিয়ার সঙ্গে গাঁটছড়া বাংলার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই রাশিয়ার এক সংস্থার সঙ্গেই রাজ্যের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মউ স্বাক্ষর করতে চলেছে। মূলত উচ্চ শিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা ও ছাত্র-ছাত্রীদের গবেষণার জন্য এই চুক্তি স্বাক্ষর করতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার ‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সাইন্স’।
আগামী ২০ এপ্রিল বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের প্রথম দিনেই এই চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে কলকাতায় অবস্থিত রাশিয়ার কনসোলেটল জেনারেলের উপস্থিতিতেই এই চুক্তি স্বাক্ষর হবে। চুক্তিতে রাশিয়ার কনসোলেট জেনারেল উপস্থিত থাকার পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ আধিকারিকরা উপস্থিত থাকবেন। এই চুক্তির ফলে এক দিকে যেমন বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা রাশিয়ার মস্কোয় এই সংস্থায় গিয়ে গবেষণা করার সুযোগ পাবেন, তেমনই সেখানকার ছাত্র-ছাত্রীরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার প্রসারে কী কী পদক্ষেপ করছে, তা নিয়েও গবেষণা করার সুযোগ পাবেন। যদিও রাশিয়ার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আধিকারিকদের আসার জন্য রাজ্যের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের আবহ থাকার জন্য আপাতত মস্কো থেকে রাশিয়ান অ্যাক্যাডেমি অফ সাইন্স-এর কোনও আধিকারিক আসতে পারছেন না বলেই রাজ্যকে জানানো হয়েছে।
আরও পড়ুন – আন্তর্জাতিক ট্রাক পরিবহনের করকাঠামোর সরলীকরণ, নয়াচর-সিলিকন ভ্যালি নিয়ে বড় ঘোষণা সরকারের
আরও পড়ুন – স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের, রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব