বাংলার খবর
শুভেন্দুর জেলায় ফের গোষ্ঠী কোন্দল, বিজেপি বিধায়কের কার্যালয়ে তালা ঝোলালো বিক্ষুব্ধ কর্মীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিনি রাজ্যের বিরোধী দলনেতা। সেই শুভেন্দু অধিকারীর জেলাতেই বিজেপির গোষ্ঠী কোন্দলে দলীয় বিধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন কর্মী-সমর্থকরা।
বেশ কিছুদিন ধরেই পূর্ব মেদিনীপুরে বিজেপির একাধিক মন্ডলের কমিটি নির্বাচিন নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসছিল। সেই রকমই পূর্ব মেদিনীপুরে ভগবানপুর ২ ব্লকের বিজেপির পূর্ব মণ্ডলের কমিটির তালিকাকে নিয়ে দলের কর্মী-সমর্থকরা দীর্ঘদিন ধরেই কর্মকর্তাদের উপর ক্ষুব্ধ ছিল।
বুধবার সেই ক্ষোভ আছড়ে পড়ল ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির উপর। প্রথমে বিধায়কের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পর সেখানে তালা ঝুলিয়ে দেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের অভিযোগ, বিধায়ক অযোগ্য কমিটি তৈরি করেছেন। উপযুক্ত ও যোগ্য ব্যক্তিরা স্থান পাননি কমিটিতে। তাই তাঁরা সেই কমিটি মানতে নারাজ। বিজেপির এই গোষ্ঠী কোন্দলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। যদিও এই ঘটনায় এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির।