বাংলার খবর
বেলাগাম সংক্রমণ ঠেকাতে এবার রেল হাসপাতালেও করোনার চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ! ঘোষণা রেল মন্ত্রকের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে রকেট গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছুঁই ছুঁই। যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে দেশের সাধারণ হাসপাতালগুলোতেও বেডের অভাব দেখা দিতে পারে। সেই কথা মাথায় রেখেই রেলের হাসপাতাল এবং স্বাস্থ্য পরিকাঠামো জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
সাধারণত দেশের সমস্ত রেল হাসপাতালে রেলের কর্মচারীরাই চিকিৎসা করানোর সুযোগ পেয়ে থাকেন। এবার থেকে দেশের সাধারণ নাগরিকরাও রেলের হাসপাতালে করোনার চিকিৎসা করাতে পারবেন। নয়া নির্দেশিকা জারি করে রেল বোর্ডের মিটিংয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। রেলের হাসপাতালের ওষুধ, অক্সিজেন, অক্সিজেন-সহ অন্য সমস্ত স্বাস্থ্য পরিকাঠামোর সুবিধা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ।
দেশজুড়ে করোনার বেলাগাম সংক্রমণের মোকাবিলা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। সেই সঙ্গে দেশের সমস্ত রেলস্টেশনে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের সচেতনতা বাড়ানোর অভিযান চালানো হবে রেলের পক্ষ থেকে। মাস্ক বিহীন কোনও যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না বলেও এই নতুন নির্দেশিকা জানানো হয়েছে।