বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে বিজেপির শক্তিক্ষয় অব্যাহত। পুজো শেষ হতে না হতেই ফের ভাঙ্গন বিজেপিতে। একুশের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি। কিন্তু তারপরও নিজেদের সংগঠন ধরে রাখতে ব্যর্থ পদ্ম শিবির। সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অফিস পাড়া বুথে বিজেপি ও অন্যান্য দল ছেড়ে প্রায় ২৫ পরিবারের ১৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ধূপগুড়ির বারোঘড়িয়া গ্ৰামীণ ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলরঞ্জন সরকার। এছাড়াও এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রতাপ মজুমদার, গ্রামীণ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৌশিক রায় সহ অনেকে। যোগদানকারীদের দাবি, বিজেপি বিধায়কের দেখা পাওয়া যায় না। তাই তাঁরা বিধায়কের ওপর ক্ষিপ্ত। এমনকি বিজেপির কার্যকলাপের ওপর ক্ষিপ্ত।
তাই রাজ্যের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিলেন বলে জানিয়েছেন। কমলরঞ্জন সরকার বলেছেন, ‘২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যবাসীর জন্য উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন। তার সুফল পাচ্ছেন সকলেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও সুশাসনকে দেখেই এদিন প্রায় ২৫ থেকে ৩০ পরিবারের ১৫০ জন মানুষ বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছে।’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ