বাংলার খবর
কুমারগ্রামে কন্টেনার সহ ২ হাজার ৪০০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অসম-বাংলা সীমান্তে অভিযান চালিয়ে একটি কন্টেনারে ২ হাজার ৪০০ প্যাকেট বিদেশি সিগারেট সহ এক লরি চালককে আটক করল আলিপুর জেলার কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ।
শনিবার ভোরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অসমের দিক থেকে আসা একটি কন্টেনারে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। বিপুল পরিমাণ ওই বিদেশি সিগারেটের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরির চালককে গ্রেফতার করে পুলিশ।
বিদেশী সিগারেট গুলি পাচারের উদ্দেশ্যে বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানানো হয়েছে। ধৃত ওই লরি চালককের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করেছে কুমারগ্রাম থানার পুলিশ। সিগারেট পাচারের সঙ্গে আরও কোনও চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।