দেশের খবর
কলকাতায় আরও পাঁচজনের শরীরে মিলল ওমিক্রনের হদিশ, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের সঙ্গে রাজ্যেও বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা।কলকাতাতেও লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও পাঁচজন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৪৪ বছরের এক ব্যক্তি এবং এক শিশুর শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। ওমিক্রন আক্রান্ত ব্যক্তি কৈখালির বাসিন্দা।
ওমিক্রন আক্রান্ত শিশুর বাড়ি আলিপুরে। দু’জনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্রিটেন ফেরত সল্টলেকের বাসিন্দা এক মহিলাও ওমিক্রন আক্রান্ত হয়েছেন। তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া শ্যামবাজার ও হাতিবাগানের দুই বাসিন্দার শরীরেও ওমিক্রনের হদিশ মিলেছে। ব্রিটেন ফেরত দু’জজনেই ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। আপাতত রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। এর মধ্যে একজন সুস্থ হয়ে উঠেছেন।