ঝাড়গ্রামে আবার হাতির তাণ্ডবে ভাঙ্গলো বাড়ি, আতঙ্কে এলাকারবাসী
Connect with us

বাংলার খবর

ঝাড়গ্রামে আবার হাতির তাণ্ডবে ভাঙ্গলো বাড়ি, আতঙ্কে এলাকারবাসী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সংযোগস্থল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার বালিভাসা গ্রামে আচমকা দুটি দাঁতাল হাতি ঢুকে পড়ে। তখন গ্রামবাসীরা ঘুমে আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। আচমকা বাড়ির দরজা-জানালা ভাঙ্গার শব্দে ঘুম ভেঙে যায় বালিভাসা গ্রামের বাসিন্দা মঙ্গল নায়েকের।

ঘুম ভেঙে যাওয়ার পর তিনি দেখতে পান, তাঁর বাড়ির দরজা ভেঙ্গে দুটি হাতি ঢুকে পড়েছে। এবং চাল-ধান খাচ্ছে। কোনক্রমে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বাড়ির এক কোণে গিয়ে আশ্রয় নেন। বেশ কিছুক্ষণ হাতি দু’টি তাণ্ডব চালিয়ে বাড়ি ভাঙচুর করার পর পাশের বাড়িতে চলে যায়। হাতির হানার খবর পেয়ে আশেপাশের সকলেই সজাগ হয়ে পড়েন। এরপর ওই গ্রামের বাসিন্দা পঞ্চমী পাত্রের বাড়িতেও ঢুকে একই ভাবে হাতি দু’টি তাণ্ডব চালায়। তাঁর বাড়িতেও ধান-চাল খেয়ে লন্ডভন্ড করে দেয়। তবে হাতির হামলার হাত থেকে অল্পের জন্য তিনি ও তাঁর পরিবারের সকলেই প্রাণে বেঁচেছেন।

এছাড়াও আরও কয়েকটি বাড়িতে হানা দেয় হাতি দু’টি। যেভাবে শুক্রবার রাতে হাতি দু’টি এলাকায় তাণ্ডব চালিয়েছে তাতে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই গ্রামের বাসিন্দারা। তাঁদের আশঙ্কা ফের আসতে পারে ওই দুটি’ হাতি। বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। বনদফতরের পক্ষ থেকে যাদের ঘরবাড়ির হাতি ক্ষতি করেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে মাঝরাতে হাতি লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে পড়েছে, তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই গ্রামের গ্রামবাসীরা।

Advertisement