ভাইরাল খবর
জলঙ্গিতে ভিক্ষুকের ছদ্মবেশে চুরি করতে গিয়ে গণধোলাই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভিক্ষুক সেজে ভিক্ষা চাইতে বাড়িতে ঢুকেছিল। কিন্তু বাড়িতে কাওকে না দেখতে পেয়ে ঘরে ঢুকে সোনার অলংকার সহ নগদ অর্থ নিয়ে পালানোর সময় এক মহিলা ও শিশু সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার ঝাউদিয়া গ্রামে। বুধবার দুপুর নাগাদ ঝাউদিয়া গ্রামের সাইদুল মণ্ডলের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে। সাইদুল মন্ডল জানিয়েছেন, বাড়ির সবাই ছাদে কাজ করছিলেন। সেই সময় বাড়িতে ঢুকে চুরি করার চেষ্টা করেন ওই তিনজন।
ছাদের উপর থেকে নিচে শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি নেমে এসে তাঁরা দেখেন যে সোনার গহনা ও টাকা আলমারি থেকে বের করে বাইরে বেরোচ্ছে তারা। তাঁদের চিৎকার শুনে গ্রামবাসীরা চলে আসেন। এবং তিনজনকে বাঁশের সঙ্গে বেঁধে গণধোলাই দেয় গ্রামবাসীরা। খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। ধৃতদের বাড়ি মালদা জেলায় বলে জানা গিয়েছে।