বাংলার খবর
গোয়ায় ছেঁড়া হল মমতার ছবি দেওয়া পোস্টার, বিজেপিকে কাপুরুষ বলে আক্রমণ তৃণমূলের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং, পোস্টার ছেঁড়ার ঘটনায় বিজেপিকে ‘কাপুরুষ’ বলে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূলের গতকালের ‘জনতার চার্জশিট’ প্রকাশ অনুষ্ঠানের অনুমতি দিয়েও পরে তা প্রত্যাহার করে নেওয়ায় গোয়ার বিজেপি সরকারের ভূমিকার প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল।
আগামী ২৮ তারিখ গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তার আগেই পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা আরও বাড়ল। গোটা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে ৭২ ঘণ্টার মধ্যে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের ইস্তফার দাবিও তুলেছে তৃণমূল। গোয়া তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গোয়ায় তৃণমূলের উত্থানকে আটকাতে গোপন বৈঠকে বসেছিল গোয়া বিজেপি। সেই বৈঠকেই গোয়া জুড়ে লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত হোর্ডিং, পোস্টার ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার ভিত্তিতেই গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
গোটা ঘটনার নিন্দা করে সদ্য তৃণমূলে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো বলেছেন, ‘আগে গোয়ায় এমন ঘটনা কখনও ঘটেনি। তৃণমূলের আগমনে বিজেপি এতটাই ভয় পেয়েছে যে, তৃণমূল নেত্রীর ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে রাগ ও নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।’ ডেরেক ও’ব্রায়েন টুইট করে লিখেছেন, ‘কাপুরুষ। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় আসার একদিন আগেই গোয়া জুড়ে তাঁর ছবি দেওয়া সমস্ত পোস্টার ছিঁড়ে দিয়েছে বিজেপি। সরকারের মদতপুষ্ট দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। এর দায় সম্পূর্ণ সরকারের। এই রাজ্যের আরও ভালো কিছু প্রাপ্য।’