দেশে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে 'R' ভ্যালুর মান, এবার কি আসছে চতুর্থ ঢেউ!
Connect with us

দেশের খবর

দেশে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ‘R’ ভ্যালুর মান, এবার কি আসছে চতুর্থ ঢেউ!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। গত দু’বছর আগে শুরু হওয়া অদৃশ্য ব্যাধির সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে গণটিকাকরণের কাজ। তারপরেও কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ এই ভাইরাসকে। ফের রাজধানী সহ দেশের বেশকিছু রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠছে Covid19 সংক্রমণ। যার কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের।

এই উদ্বেগময় পরিস্থিতির মধ্যে ফের করোনা নিয়ে অশনি সঙ্কেত শোনাল IIT-এর গবেষকরা। সম্প্রতি একটি গবেষণায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, দিল্লির R-এর মান যা তা কোভিড -১৯ এর বিস্তারকে নির্দেশ করে। চলতি সপ্তাহে এর রেট ২.১ যা রেকর্ড করেছে রাজধানীতে। আর এই সমীক্ষা থেকে জানা গিয়েছে যে, প্রতিটি সংক্রামিত ব্যক্তি রাজধানীতে অন্য দুজনকে সংক্রামিত করছে। মাদ্রাজ আইআইটি-র কোভিড সংক্রান্ত একটি গবেষণার বিশ্লেষণ অনুসারে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দু’বছরের শিশু সহ একই পরিবারের ৫ জনকে খুন

Advertisement

জানা গিয়েছে, এই ‘R’ ভ্যালুর রেশ নীচে থাকলে মনে করা হয় কোভিডের রেশ ধীরে-ধীরে কমে যাচ্ছে। অন্যদিকে যদি এই ‘আর’ ভ্যালুর মান ক্রমশ উপরের দিকে ওঠে বিশেষ করে ২-এর উপরে তাহলে বোঝা যাবে দেশে ফের মাথা চাড়া দিচ্ছে করোনার নয়া সংক্রমণ। শুধু তাই নয়, দিল্লির ‘আর’ ভ্যালু নিয়ে করোনা সংক্রান্ত এই গবেষণা করেছেন মাদ্রাজ আইআইটি-র গণিত এবং সেন্টার ফএ এক্সিলেন্স ফর কম্পিটেশনাল ম্যাথমেটিক্স অ্যান্ড ডেটা সায়েন্সের অধ্যাপকরা। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক নীলেশ এস উপাধ্যায় ও অধ্যাপক এস সুন্দরই, ডঃ জয়ন্ত ঝাঁ।

এদিকে শুধু ভারত নয়। হঠাৎ করেই সারা বিশ্বজুড়ে নতুন করে দাপট দেখাতে শুরু করেছে করোনা সংক্রমণ। এই অবস্থায় বর্তমানে দেশের ‘R’ ভ্যালু রয়েছে ১.৩। যা যথেষ্ট ভালো বলা যেতে পারে। তবে এখন পর্যন্ত দিল্লির ‘আর’ ভ্যালু রয়েছে ২.১ যা ঊর্ধ্বগামী বলেই মনে করা হচ্ছে। আর এতেই অজানা আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন গবেষকরা।

আরও পড়ুন: ত্রিপুরা হয়ে বাংলাদেশে পালানোর আগেই গ্রেফতার ৬ রোহিঙ্গা

Advertisement

যদিও এই ‘R’ ভ্যালু বাড়লেও এখনই আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন মাদ্রাজ আইআইটির সহ অধ্যাপক জয়ন্ত ঝাঁ। এদিন তিনি বলেন, ”বর্তমানে দেশে কোভিড পরিস্থিতির যা অবস্থা তাতে এখনই ভারতে আছড়ে পড়বে না COvid 19-এর চতুর্থ ঢেউ। ফলে এই অবস্থায় নিজেকে সংক্রমণমুক্ত রাখতে এখনও অনেক দিন পর্যন্ত Covid 19 সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলা জরুরি।