বাংলার খবর
পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, প্রাতভ্রমণে বেরিয়ে শিশুদের চকোলেট উপহার দিলেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বরাবরই মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসেন তিনি। সুযোগ পেলেই মিশে যান মানুষের মধ্যে। এবারও তার অন্যথা হল না। চার দিনের উত্তরবঙ্গ সফরে বুধবার দার্জিলিঙে সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি শিশুদের হাতে তুলে দিলেন চকোলেট। আদরও করলনে শিশুদের।
বুধবার সকালে হোটেল রিচমন্ড হল থেকে বেরিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সবজি বাজার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মর্নিং ওয়াক শুরু করেন। তার একটু পরেই বাজারের গিয়ে সবজির দরদামও করতে দেখা যায় তাঁকে। একটি দোকানের লাল লঙ্কা দেখে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে থাকা আধিকারিকদের রসিকতা করে বলেন, ‘এই লঙ্কা এক কেজি খেতে পারলেই পুরস্কার দেব।’ আবার একটি দোকান থেকে তিনি আচার কেনার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
ম্যাল রোড দিয়ে যখন মুখ্যমন্ত্রী হাঁটছিলেন তখন রাস্তার ধারে প্রচুর মানুষ তাঁকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীও হাত জোড় করে নমস্কার করছিলেন। পথে চলতে চলতে সবার সঙ্গে কথা বলা ও শিশুদের চকোলেট দেওয়া ও তাদের কোলে তুলে নিয়ে আদর করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ গুরু পূর্ণিমা। তবে আমার কাছে আজ শিশু দিবস।’ এদিন স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কেমন আছেন তাঁরা জানতে চান।
এরপরই কবি ভানু ভক্তের ২০৮তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই ১৩ জুলাই দিনটিতে পাহাড়ে থাকেন মুখ্যমন্ত্রী। তবে করোনার জন্য দু-বছর কবি ভানু ভক্তর জন্মজয়ন্তীতে থাকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর তিনি আবারও এই বিশেষ দিনটিতে পাহাড়ে উপস্থিত হন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নেতার জন্ম হয় মাটি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভানু ভক্ত বড় কবি ছিলেন। ভেদাভেদ ছাড়তে বার্তা দিয়েছিলেন ভানু ভক্ত। ভেদাভেদ করার জন্য কোনও বড় মানুষের জন্ম হয় না। যে মানুষরা মহান হন তাঁরা হৃদয় থেকে বড় হন, মানবিক হন। তাঁরা কখনও ভেদাভভেদ করেন না। সবাইকে নিয়ে একসঙ্গে থাকেন। নেতা জন্ম নেয় মাটি থেকে। মাটিতে কাজ করতে করতে নেতার জন্ম হয়। জীবনভর এমন কাজ করে যে মাটির মানুষ তাঁকে ভালবাসা দেয়।’