Uncategorized
অন্ধ্রপ্রদেশে দেশি মদ খেয়ে মৃত ৫ আধিবাসী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে তথা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনা আকছার ঘটে। বাদ যায় না ভারত। দেশের বিভিন্ন রাজ্যে মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এবার দেশি মদ খেয়ে ৫ আদিবাসীর মৃত্যু হল অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার রাজাভম্বাঙ্গি মণ্ডলের একটি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
যে মদ খেয়ে ওই পাঁচ জনের মৃত্যু হয়েছে ওই মদের নাম “জিলগু কাল্লু”। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জিলগু কাল্লু মদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত পাঁচ জন একই গ্রামের বাসিন্দা। মৃতরা হলেন, গঙ্গারাজু, লোভরাজু, সান্যাসায়া, সুগ্রেভু এবং ইয়াসা বাবু। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মদের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠিয়েছে এবং দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মদের নমুনা রিপোর্ট এবং মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট সামনে আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই মৃত্যুর ঘটনা জানাজানি হতেই প্রধান বিরোধীদল তেলেগু দেশম পার্টি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে। বিরোধী দলনেতা চন্দ্রবাবু নাইডু বলেছেন, পাঁচ জন আদিবাসী দেশি মদ খেয়ে মারা গেল আর সরকার নীরব। অবিলম্বে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন তিনি।