রাজার দেশে প্রজার কথা বলা মানা, তালিবানের নয়া ফতোয়ায় মড়ার উপর খাঁড়ার ঘা
Connect with us

আন্তর্জাতিক

রাজার দেশে প্রজার কথা বলা মানা, তালিবানের নয়া ফতোয়ায় মড়ার উপর খাঁড়ার ঘা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ দু-দশক পর আফগানিস্তানের আকাশে কুসংস্কারের কালো মেঘ। ২০২১ সালের ১৫ আগস্ট কাবুলিওয়ালার দেশ তালিবানি দখলে যেতেই সেদেশের সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার যুগের ছায়া। বিশেষ করে নানা বিধিনিষেধ নেমে এসেছে মহিলাদের জীবনে। তালিবানি শাসনে বেড়েছে অত্যাচারের মাত্রাও। আফগানিস্তান তালিবান দখলে যেতেই মসনদ ছেড়ে দেশান্তরী হয়েছেন প্রেসিডেন্ট আসরফ ঘানি।

তালিবান শাসকদের অত্যাচারের হাত থেকে বাঁচতে ইতিমধ্যে দেশ ছেড়েছেন বহু আফগান নাগরিক। শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। এতকিছুর পরও কিছুতেই কমছে না তালিবানি ফরমান। দেশ দখলের আগে শিক্ষা-সংস্কৃতি,আধুনিকরণের কথা বললেও, দেশ দখল হতেই ৯০ ডিগ্রি ঘুরে গিয়ে আফগান জনগণের উপর একের পর এক নিয়ম চাপাচ্ছে তালিবান।

সম্প্রতি পার্কে প্রবেশ নিষিদ্ধ বা পুরুষ সঙ্গী ছাড়া যাবে না বিমানে ওঠা এই ফরমান জারি করলেও এবার আফগানিস্তানীদের উপর আরেকটি নয়া ফতোয়া জারি করল Taliban। তাদের ওই নয়া ফরমান থেকে জানা গিয়েছে যে, এবার বিদ্যালয়ে কেউ টাই পরে আসতে পারবেন না। এই ফতোয়া শুধু ছাত্রদের জন্য নয়, একই নিয়ম লাগু হয়েছে শিক্ষকদের জন্যও। আর তালিবানের এই নয়া ফরমানে শোরগোল পড়ে গিয়েছে আফগানিস্তান জুড়ে।

Advertisement

আরও পড়ুন: হস্তমৈথুন করতে গিয়ে বিপত্তি, হাসপাতালে ভর্তি যুবক

এই বিষয়ে কাবুল শিক্ষা বিভাগের প্রধান ইহসানুল্লাহ খিতাব জোর দিয়েছিলেন যে হিজাব এবং বন্ধন সংক্রান্ত আদেশ “শুধুমাত্র একটি নির্দেশ”। যাইহোক, আফগানিস্তানের ইসলামিক আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় আজিজ আহমেদ রায়ান জোর দিয়ে বলেছেন যে স্কুলে টাই পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালিবান প্রশাসন কাবুলের সব স্কুলে মেয়ে ছাত্রীদের ইসলামিক হিজাব পরা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই ভারত সফরে বরিস

Advertisement

আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয়গুলি মেয়েদের জন্য বন্ধ থাকায় হিজাবের বিষয়ে নতুন নির্দেশ আসে। তবে ছেলেদের ক্লাসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তালিবান আরও ঘোষণা করেছে যে, মেয়েদের স্কুল পুনরায় খোলার বিষয়ে কাজ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এবং স্কিমটি সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার পরে স্কুলগুলি খোলা হবে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.