লিটার প্রতি ৩০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, মাথায় হাত ক্রেতাদের
Connect with us

আন্তর্জাতিক

লিটার প্রতি ৩০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, মাথায় হাত ক্রেতাদের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা, সবক্ষেত্রেই শোচনীয় পরিস্থিতি ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের (Pakistan)।

জানা গিয়েছে, পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার মতই দূরাবস্থা সেদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রেও। সম্প্রতি অভিযোগ উঠেছিল, পাকিস্তানের ATM গুলিতে কোনও টাকা নেই। পেট্রল পাম্পে তেল নেই। এমন সব অভিযোগের মধ্যে এবার প্রকাশ্যে এলো ভারতের প্রতিবেশী দেশের আকাশছোঁয়া জ্বালানির দামের খবর।

শুক্রবার আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, পাকিস্তানে একধাক্কায় জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে ৩০ টাকা। যারফলে পাক মুদ্রায় এখন সেদেশে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ১৭৯.৮৬ টাকা এবং ডিজেলের দাম ১৭৪.১৫ টাকা।

Advertisement

আরও পড়ুন: টেক্সাসে স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত ১৯ শিশু সহ ২১

জানা গিয়েছে, পাকিস্তানে অস্বাভাবিক হারে বেড়েছে কেরোসিন তেলের দামও। লিটার প্রতি কেরোসিনের দাম ১৫৫.৫৬ টাকা এবং হালকা ডিজেলের দাম ১৪৮.৩১ টাকা। বৃহস্পতিবার রাতে পাক অর্থমন্ত্রী Miftah Ismail তেলের দাম বাড়ানোর কথা ঘোষণা করেন। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে পাকিস্তানের সর্বত্র লিটার প্রতি তেলের দাম ৩০ টাকা বাড়ানো হচ্ছে। এবার থেকে ক্রেতাদের নতুন দামেই তেল কিনতে হবে।

এই বিষয়ে বৃহস্পতিবার ইসলামাবাদে অর্থমন্ত্রী Miftah Ismail এক সাংবাদিক বৈঠক করে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসমাইল আরও বলেন, ”দাম বাড়ানো ছাড়া সরকারের আর কোনও উপায় নেই। এমনকি নতুন দামের অধীনে, আমরা এখনও ডিজেলের প্রতি লিটারে ৫৬ টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছি”।

Advertisement

আরও পড়ুন: মেট্রো স্টেশনের ভিতরে তুর্কিস তরুণীকে হেনস্থার অভিযোগ

আগামী মাসে বার্ষিক বাজেট পেশ করার আগে রাজস্ব ঘাটতি কমাতে তেল ও বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রত্যাহার করার চুক্তির অংশ হিসাবে পাকিস্তান এবং আইএমএফের মধ্যে মূল্যবৃদ্ধি প্রধান ইস্যু হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান তার ক্ষমতার শেষ দিনগুলিতে দ্বি-সংখ্যার মুদ্রাস্ফীতির মুখে জনসাধারণের আবেগকে ঠান্ডা করার জন্য ভর্তুকি দিয়েছিলেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.