ইতিহাস অক্ষুণ্ণ পাকিস্তানের! মধ্যরাতেই গদিচ্যুত হলেন ইমরান খান
Connect with us

আন্তর্জাতিক

ইতিহাস অক্ষুণ্ণ পাকিস্তানের! মধ্যরাতেই গদিচ্যুত হলেন ইমরান খান

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। অনাস্থা ভোটে হেরে মেয়াদ পরিপূর্ণের আগেই পাকিস্তানের ক্ষমতাচ্যুত হলেন Imran Khan। মধ্যরাতেই যবনিকা পতন। ক্ষমতা হারালেন ইমরান খান।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে ইসলামাবাদ ছেড়েছেন ইমরান। প্রধানমন্ত্রীর গদিচ্যুত হওয়ার পর তিনি যাতে দেশ ছেঁড়ে পালাতে না পারেন তার জন্য পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরগুলিতে দেওয়া হয়েছে সতর্কবার্তা। NOC ছাড়া কোনও মন্ত্রী যে দেশ ছেঁড়ে চলে যেতে পারেন না বলে জানানো হয়েছে পাক প্রশাসনের তরফে। এদিকে শুধু ইমরান খানই নয়, ক্ষমতাচ্যুত হতেই পাক প্রশাসনের নজরে রয়েছেন ইমরান ঘনিষ্ঠরা।

আরও পড়ুন: রুশ সেনার নির্মম অত্যাচার, প্রাণে বাঁচতে দুঃসাহসিক কাজ ইউক্রেনীয় তরুণীদের

Advertisement

তবে এতকিছুর মধ্যেই পরবর্তী পাক প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবথেকে বেশি এগিয়ে রয়েছেন শাহবাজ শরিফ। এদিকে Islamabad-ছাড়তেই পাক রাজনৈতিক মহলে এই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠছে, যে তাহলে কি রাজনৈতিক সন্ন্যাস নেবেন ইমরান খান? নাকি আগামী নির্বাচনে লড়াই করে ফের ক্ষমতায় ফিরবেন। যদিও সেই প্রশ্ন এখনও অধরা। এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ইনিংসের শুরুটা ভালই করেছিলেন ইমরান খান। রাজনীতির মঞ্চে চালিয়ে খেলছিলেন তিনি। বিরোধীদের বাউন্সার এড়াতে তাঁর ভরসা ছিল, পাক সেনা এবং গোয়েন্দা সংস্থা ISI। বিশেষজ্ঞরা বলছেন, এটাই কাল হল ইমরানের।অতিরিক্ত সেনা এবং ISI নির্ভরতাই ডোবাল তাঁকে।

আরও পড়ুন: আফিম চাষে না, নয়া ফরমান তালিবান শাসকের

এবার কী করবেন ইমরান? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা হারিয়েই ইমরানের দুর্ভোগ কমছে না। তাঁকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কাপ্তানের পরিকল্পনা ছিল, সংসদ ভেঙে দ্রুত নির্বাচনের পথে হাঁটা। কিন্তু সুপ্রিম নির্দেশে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। উলটে সোমবার নবনির্বাচিত সরকার শপথ নেবে পাকিস্তানে। তাঁরা ক্ষমতায় এসে মোটেই দ্রুত ভোট করাতে চাইবে না।

Advertisement