আন্তর্জাতিক
দুর্নীতিতে জর্জরিত পাক প্রধানমন্ত্রী, যেকোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন ইমরান খান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। জামিনের মেয়াদ শেষ হলেই প্রাক্তন এই পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন সে দেশের Interior Minister মন্ত্রী রাণা সানাউল্লাহ।
তিনি বলেন, ”ইমরান খানের বিরুদ্ধে দু’ডজনেরও বেশি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে রয়েছে দেশে সন্ত্রাস ছড়ানো সহ একাধিক মামলা। যে কারণে নিজের বাসভবন ‘বাণীগালা’ থেকেই গ্রেফতার হয়ে যেতে পারেন তিনি। তাঁকে তার বাড়ির নিরাপত্তারক্ষীরাই গ্রেফতার করবেন”।
ইমরান খানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি আরও প্রশ্ন তোলেন যে, গণপ্রজাতন্ত্রী একটি দেশের প্রধানমন্ত্রী তিনি কীভাবে হয়ে গেলেন। যার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ। সন্ত্রাসবাদে প্ররোচণা দেওয়া ছাড়াও বিরোধীদের যখন তখন তিনি দেশ বিরোধী তকমা দিয়ে দেন। তিনি কী করে দেশের ভালো প্রধানমন্ত্রী হবেন!
আরও পড়ুন: গাধা কখনও জেব্রা হয় না… ইমরান খানের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া
পাকিস্তান মুসলিম লীগ দলের নেতা নওয়াজ দাবি করেছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তার স্ত্রী বুশরা বিবি এবং তার বন্ধু ফারাহ গগির এক আত্মীয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের মেয়াদে অনেক টাকা উপার্জন করেছে।
এদিকে চলতি জুন মাসের ২ তারিখ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে লাহোর কোর্ট থেকে তিন সপ্তাহের জন্য জামিন নিয়েছেন ইমরান খান।
আরও পড়ুন: ইতিহাস অক্ষুণ্ণ পাকিস্তানের! মধ্যরাতেই গদিচ্যুত হলেন ইমরান খান
প্রসঙ্গত, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খান তার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছেন। তবুও পুরোপুরি ভাবে তিনি সরে যাননি রাজনীতির মঞ্চ থেকে। গদিচ্যুত হওয়ার পর ফের ভোটে দাঁড়ানোর কথাও ঘোষণা করেছেন ইমরান খান। তবে সম্প্রতি তিনি যে মন্তব্যের কারণে নেটদুনিয়ায় হাসির খোরাক হয়েছেন তা জানলে অবাক হবেন আপনিও।