ভাইরাল
ইমরান খানের হুঁশিয়ারি: মোদী প্রতিশোধ নেবেন, ভারতকে বিশ্বাস করা উচিত নয়

ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনার আবহে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর দেশের নাগরিকদের সতর্ক করলেন জেল থেকেই। দিল্লির কাছ থেকে আরও প্রতিশোধমূলক হামলা আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে মোদীর ওপর ভরসা না করার পরামর্শও দিয়েছেন। তাঁর এই বার্তা পৌঁছে দিয়েছেন বোন আলিমা খান, যিনি সম্প্রতি ইমরানের সঙ্গে জেলেই সাক্ষাৎ করেন।
পরে ইমরানের অফিসিয়াল এক্স ( টুইটার) হ্যান্ডলে তাঁর বক্তব্য প্রকাশ করা হয়। যদিও জেলে বসে ইমরান সরাসরি এক্স পরিচালনা করেন না, তাঁর দল সেই কাজ করে।
ডন পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ইমরান বলেছেন, “ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান যে টানাপোড়েন চলছে, তাতে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যেতে পারে। পাকিস্তানকে এখন অতিমাত্রায় সতর্ক থাকতে হবে। মোদী নিঃসন্দেহে প্রতিশোধ নেবেন।”
আরও পড়ুন – বেলুচিস্তান কেন স্বাধীনতা চায়? ইতিহাস, বিদ্রোহ ও পাকিস্তানের দমননীতি
সেই বার্তায় পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসাও করেছেন তিনি। বলেছেন, “এই দেশ আমার, সেনাবাহিনীও আমার। আমি সবসময় এটাই বলেছি। আমাদের সেনা আকাশপথ ও স্থলপথে মোদীকে পর্যুদস্ত করেছে।”
ভারতের সাম্প্রতিক হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে ইমরান দাবি করেন, সেই হামলায় পাকিস্তানের সাধারণ নাগরিকদের ক্ষতি হয়েছে। বলেন, “ভারতের কাপুরুষোচিত হামলায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাঁদের পাশে আছি।”
প্রসঙ্গত, ৬ মে গভীর রাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে অবস্থিত জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এর পাল্টা হিসাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’, যা ভারতের পশ্চিম সীমান্তে হামলা চালায়। যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের পর্যটক খুনের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এর পর থেকে সীমান্তে গোলাগুলি চলে একাধিকবার। যদিও ১১ মে দুই দেশ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় এবং ডিজিএমও পর্যায়ে হটলাইনে কথাও হয়। এই শান্তির মধ্যেই ইমরান খান ভবিষ্যতের সংঘাতের আশঙ্কা করছেন।