টোটো চালকদের জন্য গুরুত্বপূর্ণ খবর! উনিশ বিশ হলেই গুনতে হবে জরিমানা
Connect with us

বাংলার খবর

টোটো চালকদের জন্য গুরুত্বপূর্ণ খবর! উনিশ বিশ হলেই গুনতে হবে জরিমানা

বেকার সমস্যা রাজ্যে যেমন হুহু করে বেড়েই চলছে, ঠিক একই হারে বাড়ছে টোটোর সংখ্যা। কাজ কর্ম তেমন না থাকায় ব্যাটারি চালিত তিন চাকার টোটো চালিয়ে কোন ক্রমে সংসার টানছে বহু যুবক।

Published

on

ডিজিটাল ডেস্ক, রায়গঞ্জ –  বেকার সমস্যা রাজ্যে যেমন হুহু করে বেড়েই চলছে, ঠিক একই হারে বাড়ছে টোটোর সংখ্যা। কাজ কর্ম তেমন না থাকায় ব্যাটারি চালিত তিন চাকার টোটো চালিয়ে কোন ক্রমে সংসার টানছে বহু যুবক। এমনি টানা পোড়নের কালে, আগামী ০১-০১-২০২৫ থেকে নয়া আইন  শুরু হবে টোটো চালকদের জন্য । বাড়তি এই টোটো সংখ্যাকে নিয়ন্ত্রন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে যানযট মুক্ত পৌর এলাকা গড়তে নয়া আইন আনলো রায়গঞ্জ পৌরসভা । সূত্রের খবরে জানা যায়, আগামী ০১-০১-২০২৫ তারিখ থেকে গ্রামীণ এলাকার টোটো পৌর এলাকায় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

 

পৌর এলাকার সবুজ রংয়ের টোটো-সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবার এবং নীল রংয়ের টোটো সপ্তাহের মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার চলবে। প্রতি শনিবার পৌর এলাকায় সবুজ ও নীল উভয় রং-এর টোটো চলাচল করবে। পৌর এলাকায় প্রতিদিন রাত্রি ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত সবুজ ও নীল উভয় রংয়ের টোটো চলাচলের উপর কোন বাধা নিষেধ থাকবে না। সরকারী নির্দেশিকা অনুসারে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

আরোও পড়ুন : কনকনে ঠান্ডায় বর অজ্ঞান! বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন খোদ পাত্রী

এছাড়া টোটোর ডান দিকে যাত্রী উঠানামা করা সম্পূর্ন নিষিদ্ধ। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে টোটোর সামনে ও পেছনে লাইট লাগানো সহ Light Visual (Reflector) লাগানো বাধ্যতামূলক। টোটোর চালক হিসেবে কোন ড্রাইভার নিয়োগ করা যাবে না। আগামী ০১-০১-২০২৫ থাকে পৌরসভার TIN No. ছাড়া অন্য কোন টোটো চলাচল সম্পূর্ন নিষিদ্ধ। টোটো চালকের পরিচয়পত্র সংক্রান্ত QR Code জনসাধারণের জ্ঞাতার্থে টোটো সামনের কাচে লাগানো বাধ্যমূলক এমনি একাধিক ফ্লেক্স রায়গঞ্জ শহর জুরে লক্ষ করা যায়। রায়গঞ্জ পৌরসভা তরফে বলা হয়,  উল্লেখিত শর্তাবলী পালনে টোটো চালক ব্যর্থ হলে পৌরসভা টোটো চালকের বিরুদ্ধে জরিমানা ধার্য্য করবে, অন্যথা টোটো বাজেয়াপ্ত করতে পারবে ।

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2024 Bengal Xpress Media.