দেশের খবর
ইউক্রেন-রাশিয়া সংঘাতের প্রভাব! ভারতের শেয়ার বাজারে ফের ধাক্কা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : করোনা অতিমারির জন্য সারা বিশ্বের পাশাপাশি ভারতের অর্থনীতি ধাক্কা খেয়েছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতেই শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। কিন্তু ফের ভারতের শেয়ার বাজারে ধাক্কা। রাশিয়া-ইউক্রেন সংঘাতের আঁচ পড়েছে ভারতের শেয়ার বাজারেও। মঙ্গলবার দিনের শুরুতেই সেনসেক্স পড়ল প্রায় ১২০০ পয়েন্ট।
আরোও পড়ুন – আবার ৬ শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট
অনেকটাই নেমেছে নিফটিও। গত কয়েকদিন ধরেই সূচকের ওঠা নামা চলছিল। তবে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা শোনার পরই মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হয়। বাজার শুরু হতেই এদিন বিনিয়োগকারীরা ইউক্রেন-রাশিয়া সংঘাতের প্রভাব বুঝতে পারেন। এদিন প্রায় ১ হাজার ২০০ পয়েন্ট পতনের পর সেনসেক্স দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৯৯ পয়েন্টে। প্রায় ৩০০ পয়েন্ট পতনের পর নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮০-তে।
আরোও পড়ুন –