বাংলার খবর
ধূপগুড়ি থেকে ১২ লক্ষ টাকার অবৈধ কাঠ উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছরের শুরুতেই বড় সাফল্য বনদবতরের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকার অবৈধ কাঠ বাজেয়াপ্ত করল বনদফতর। জানা গিয়েছে, অসম থেকে একটি লরি ভর্তি অবৈধ টিক কাঠ বর্ধমানের দিকে যাচ্ছিল।
সে সময় গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায়। এসিএফ বিপাশা পারুলের নেতৃত্বে চলে অভিযান। এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকটিকে আটক করা হয়। এরপর অবৈধ কাঠ ভর্তি ট্রাকটিকে নিয়ে আসা হয় মোরাঘাট রেঞ্জ অফিসে। সেখানে দেখা যায় রীতিমতো প্লাইবোর্ড দিয়ে ঢেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল টিক কাঠ।
অনুমান উদ্ধার হওয়া কাঠের পরিমাণ প্রায় ৭০০ সিএফটি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। ঘটনায় লরির সঙ্গে চালক এবং সহকারি চালককেও আটক করা হয়েছে। এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করছে বন আধিকারিকরা। এই পাচার চক্রের সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্র জড়িয়ে আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।